1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আখলাক হায়দার গ্রেফতার কুমিল্লায় বর্ডারগার্ডের অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার “জামায়াত খ্রিষ্টানদের খুশি করে দলীয় নতুন লগো থেকে আল্লাহর নামও বাদ দিয়েছে”- কামরুল হুদা কুমিল্লা বুড়িচং থানা’র অভিযানে ২৪ কেজি গাঁজাসহ একটি সিএনজি এবং ০২ জন আসামী গ্রেফতার । রাজনীতির মাঠে বড্ড অবহেলা নিয়েই চলে গেলেন ভিপি জসিম! ‎কুমিল্লায় মণ্ডপে হামলার চার বছরেও হয়নি সাক্ষ্যগ্রহণ কুমিল্লা দেবিদ্বারে ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা: মোবাইল, ক্যামেরা ছিনতাই! দশমী তিথিতে পূজা, অঞ্জলী ও দর্পণ বিসর্জনের পর সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জ্জনের মধ্যদিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসব। কুমিল্লায় ড্যাব সভাপতি এম এম হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মানববন্ধন র‍্যাবের জালে মাদক কারবারি আসিফ, উদ্ধার ৩৩৫ বোতল স্কাফ;

রাজনীতির মাঠে বড্ড অবহেলা নিয়েই চলে গেলেন ভিপি জসিম!

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

রাজনীতির মাঠে বড্ড অবহেলা নিয়েই চলে গেলেন ভিপি জসিম!

শাহাজাদা এমরান।।
হাজী মো.জসিম উদ্দিন। বাড়ি কুমিল্লা শহরের ধর্মপুর। তিনি বিএনপি নেতা ভিপি জসিম হিসেবেই ব্যাপক পরিচিত ছিলেন ।একজন সজ্জন, সদাহাস্যজ্বল ও বিনয়ী মানুষ হিসেবে আমার কাছে তিনি পরিচিত। একজন গণমাধ্যম কর্মী হিসেবে তার সাথে আমার প্রায় আড়াই দশকের বেশি সময় ধরে সম্পর্ক। দেখা সাক্ষাৎ খুবই কম হতো। তবে এতে কখনো আন্তরিকতা কমতো না।চলার পথে যখনই সামনে পড়তো,আর তখন যদি খাওয়ানোর মতো কোন দোকান থাকতো তখন কিছু না কিছু না খাওয়ায়ে ছাড়তেন না।বিএনপির রাজনীতির নিবেদিত প্রান এই মানুষটি হঠাৎ করে এভাবে না ফেরার দেশে চলে যাবেন, কেন জানি ব্যক্তিগত ভাবে আমি মেনে নিতে পারছি না। আজ বৃহস্পতিবার সকালে (২ অক্টোবর ২০২৫) যখন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ভাইয়ের ফেসবুকে প্রথম দেখলাম যে, ভিপি জসিম ভাই আর নেই, তখন বিশ্বাস করতে খুব কষ্ট হলো। কারণ, যখন শুনলাম জসিম ভাই স্ট্রোক করেছে, মুন হাসপাতালে ভর্তি আইসিওওতে আছেন। আৎকে উঠলেও মনে বিশ্বাস ছিল তিনি সেরে উঠবেন।এরপর যখন শুনলাম ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেছে। তখন মনটা কিছুটা ভারী হয়ে উঠলেও দমে জোর ছিল। প্রতিটি নিউজ কুমিল্লার জমিন এ প্রকাশিত হয়েছে,দোয়া চাওয়া হয়েছে। ভাবছি, ফিরে আসবেন ইনশাআল্লাহ। কিন্তু মহান আল্লাহর ফয়সালা তো আর আমাদের হাতে নেই। তবে তিনি যে মহান আল্লাহর এত তারাতাড়ি প্রিয় হয়ে উঠবেন তা কল্পনাও করিনি।রাজনীতি এক কঠিন পথচলা। এখানে যেমন আছে ত্যাগ, তেমনি আছে সংগ্রাম, কষ্ট আর অগণিত স্মৃতি। কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক,কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কুমিল্লা সরকারি কলেজের সাবেক ভিপি জসিম ভাইয়ের মৃত্যুতে আমি যেন নিস্তব্ধ হয়ে গেছি। সাংবাদিক হিসেবে আমার ২৫ বছরের সম্পর্ক ছিল তার সাথে —আজ সেটি শুধু স্মৃতির পাতায় থেকে গেল।ভিপি জসিম ভাই ছিলেন একাধারে সংগ্রামী রাজনীতিবিদ, সাহসী ছাত্র নেতা এবং সর্বোপরি এক মানবিক মানুষ। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির মাঠে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। কুমিল্লার রাজনীতিতে ছাত্রদলের যে ঐতিহ্য, তা তিনি নেতৃত্বের দৃঢ়তায় ধরে রেখেছিলেন। তার নেতৃত্বে বহু তরুণ ছাত্রদলকর্মী আজ বিএনপির রাজনীতিতে উজ্জীবিত। তার অগনিত কর্মী আজ রাজনীতিতে প্রতিষ্ঠিত।সাংবাদিকতার পথে আমার দীর্ঘ যাত্রায় জসিম ভাই ছিলেন সবসময় সহযোগী। কোনো রাজনৈতিক আন্দোলন, মিছিল-মিটিং কিংবা সংকটময় পরিস্থিতি—তিনি আমাকে কখনো উপেক্ষা করেননি। সংবাদ সংগ্রহে তিনি ছিলেন খোলামেলা, সাহসী এবং অকপট। সত্যকে সম্মান করতেন, সংবাদকর্মীর দায়িত্বকে মূল্য দিতেন। এজন্যই তাকে আমি শুধু একজন রাজনীতিবিদ নয়, একজন শুভানুধ্যায়ী বন্ধুর মতো পেয়েছি।তার সাথে কাটানো বহু মুহূর্ত এখন মনে ভাসছে। আওয়ামী বিরোধী আন্দোলনের রাজনৈতিক অস্থিরতার দিনগুলোতে তার দৃঢ় কণ্ঠ, কর্মীদের প্রতি মমতা, সাংবাদিকদের সাথে আন্তরিকতা —এসব আমার স্মৃতির ভাণ্ডারে অমূল্য হয়ে থাকবে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন হাসিখুশি, উদার ও বন্ধুপ্রতিম।আজ ভিপি জসিম ভাই নেই, কিন্তু তার সংগ্রামী চেতনা, মানবিকতা আর বন্ধুসুলভ আচরণ আমাকে চিরদিন অনুপ্রাণিত করবে। কুমিল্লার রাজনৈতিক ইতিহাসে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে।রাজনৈতিক জীবনে তার অনেক ত্যাগ থাকলেও পদের দিক থেকে তিনি ছিলেন মধ্যম সারির নেতা। কুমিল্লা মহানগর বিএনপিতে যখন তার জুনিয়ররা নেতৃত্বে চলে আসল তখন তাকে প্রচন্ড আশাহত হতে দেখেছি কিন্তু রাজনীতির মাঠ তিনি ছেড়ে যাননি। সময় -কে মেনে নিয়ে রাজনৈতিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন আপন মহিমায়।গেল সরকারের আমলে অনেক ত্যাগ স্বীকার করেছেন কিন্তু দল যখন সুসময়ের দাঁড়গোড়ায় তখনই তিনি শুধু রাজনীতির মাঠ না,পৃথিবী থেকেই চলে গেলেন না ফেরার দেশে।আমি ব্যক্তিগতভাবে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ্‌ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

লেখক : সম্পাদক, দৈনিক কুমিল্লার জমিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট