মনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বলেন, জামায়াত খ্রিষ্টানদের খুশি করে দলীয় নতুন লগো থেকে আল্লাহর নামও বাদ দিয়েছে। তারা ইসলামের নামে ধোঁকাবাজি করে। আবুল আ’লা মওদুদী হল জামায়াতের প্রতিষ্ঠতা। জামায়াতে ইসলামীর ইসলাম হল মওদুদীর ইসলাম, আর আমাদের ইসলাম হল মদিনার ইসলাম। তারা মদিনার ইসলাম নয়, মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়।শুক্রবার (০৩ অক্টোবর) রাতে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের রাজাপুর স্কুল মাঠে নির্বাচনী মতবিনিময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি মত বিনিময় সভার আগে নালঘর বাজার, লেংগা মার্কেট ও চৌমুহনী বাজারে নির্বাচনী গণসংযোগ করেন।কামরুল হুদা আরো বলেন, জনসভায় লাঠি উঁচিয়ে আবুল আ’লা মওদুদী বলতো, আমার লাঠির যে শক্তি আছে, মৃত মোহাম্মদ (স.) এর এই শক্তিটুকুও নেই’। সেই দল থেকে সবাই সাবধান থাকবেন। জামায়াতে ইসলামী ধর্মের কথা বলে ভোটের জন্য, তারা ইসলামের জন্য কোন কিছু করে না। জামায়াতে ইসলামী জনগণের দল নয়, তার একটা গোষ্ঠীর দল।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু ও গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক খোন্দকার আল-আমিন খোকন, সদস্য আবু তাহের।৪নং শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক গ্রাম ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আলী আহম্মদ, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি একে শাহাজাদ, সহ-সভাপতি আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী নবী, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শফিউল বাসার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, রাজাপুর গ্রাম বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, রাজাপুর গ্রামের বিএনপি নেতা শাহ আলম, ভাটরা গ্রামের কৃতি সন্তান মো: হাবিবুল্লাহ, পাইকোটা গ্রাম বিএনপির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, ভাটরা গ্রাম বিএনপির সভাপতি শফিউল্লাহ, সাধারণ সম্পাদক মন্তাজ মিয়া, তিরিশকোট গ্রাম বিএনপির সভাপতি শফিকুর রহমান।এসময় আরো উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক মো: জামাল উদ্দিন মামুন, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসেম, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, ৪নং শ্রীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মাছুম বিল্লাহ, মোহাম্মদ খলিলুর রহমান সহ বিএনপি, শ্রীপুর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি তৌহিদুল ইসলাম সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।