স্টাফ রিপোর্টার।।
গত ০৩ অক্টোবর, ২০২৫খ্রিঃ, রাত ২২.৫৫ ঘটিকায় বুড়িচং থানায় কর্মরত এসআই (নিঃ)রাকিবুল হাছান তার সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং থানা এলাকায় রাত্রিবেলায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার ০৪নং ষোলনল ইউপির ইছাপুরা গ্রামের শাসনগাছা-বুড়িচং তিতুর খালের উপর নির্মিত পাকা ব্রীজের উপর হতে ২৪ কেজি গাঁজাসহ একটি সিএনজি এবং ০২ জন আসামী মোঃ রিয়ান (২৮), পিতা-মোঃ দৌলত মিয়া, সাং-গাবতলী (মনিপুর) ০৯নং ওয়ার্ড, মোঃ আবু (৪০), পিতা-মৃত রেসত আলী, সাং-বলেশ্বর , উভয় থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাদের গ্রেফতার করা হয়, উ ক্ত বিষয়ে বুড়িচং থানায় মামলা রুজু করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত