1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আখলাক হায়দার গ্রেফতার কুমিল্লায় বর্ডারগার্ডের অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার “জামায়াত খ্রিষ্টানদের খুশি করে দলীয় নতুন লগো থেকে আল্লাহর নামও বাদ দিয়েছে”- কামরুল হুদা কুমিল্লা বুড়িচং থানা’র অভিযানে ২৪ কেজি গাঁজাসহ একটি সিএনজি এবং ০২ জন আসামী গ্রেফতার । রাজনীতির মাঠে বড্ড অবহেলা নিয়েই চলে গেলেন ভিপি জসিম! ‎কুমিল্লায় মণ্ডপে হামলার চার বছরেও হয়নি সাক্ষ্যগ্রহণ কুমিল্লা দেবিদ্বারে ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা: মোবাইল, ক্যামেরা ছিনতাই! দশমী তিথিতে পূজা, অঞ্জলী ও দর্পণ বিসর্জনের পর সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জ্জনের মধ্যদিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসব। কুমিল্লায় ড্যাব সভাপতি এম এম হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মানববন্ধন র‍্যাবের জালে মাদক কারবারি আসিফ, উদ্ধার ৩৩৫ বোতল স্কাফ;

‎কুমিল্লায় মণ্ডপে হামলার চার বছরেও হয়নি সাক্ষ্যগ্রহণ

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

‎কুমিল্লায় মণ্ডপে হামলার চার বছরেও হয়নি সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক।।

‎চার বছর আগে কুমিল্লা নগরীর চার মন্দির ও সাতটি মণ্ডপে হামলা, ভাঙচুর এবং আগুন দেওয়া হয়। নানুয়াদিঘির পাড়ে পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখে অবমাননা ঘিরে এ সংঘাতের ঘটনায় ১২টি মামলা হয়।এখন পর্যন্ত ১১টি মামলায় ২৫৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হলেও, সাক্ষ্য শুরু হয়নি কোনোটির। প্রধান আসামি ইকবাল হোসেন ছাড়া সবাই জামিনে। পিপি কাইমুল হক রিংকু বলেন, কুমিল্লায় মামলাগুলোর অধিকাংশ আসামি পলাতক। এ জন্য কিছু মামলায় অভিযোগ গঠন হয়নি। বিভিন্ন সময় গ্রেপ্তারদের মধ্যে প্রধান আসামি ইকবাল ছাড়া সবাই জামিনে। এখনও সাক্ষ্য শুরু না হওয়ায় বিচারকাজ শেষ হতে সময় লাগবে। জানা যায়, ২০২১ সালের ১৩ অক্টোবর ভোরে নগরীর নানুয়াদিঘির পাড়ে পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখে অবমাননাকে কেন্দ্র করে মন্দির-মণ্ডপে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। সহিংসতা ছড়িয়ে পড়ে নোয়াখালী, চাঁদপুর, ফেনীসহ বিভিন্ন জেলায়। এ ঘটনায় কুমিল্লার কোতোয়ালি থানায় আট, সদর দক্ষিণ মডেল থানায় দুই এবং দেবিদ্বার ও দাউদকান্দি মডেল থানায় একটি করে মোট ১২টি মামলা হয়। ২০২২ ও ২০২৩ সালে সিআইডি ছয়, পিবিআই তিন ও কোতোয়ালি থানা পুলিশ দুটি মামলায় মোট ২৫৫ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে। আর দেবিদ্বার থানার মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পিবিআই।সিআইডির তদন্ত-সংশ্লিষ্টরা জানান, তাদের ছয় মামলার মধ্যে মণ্ডপে কোরআন রাখায় ইকবালসহ পাঁচজনকে আসামি করে একটি এবং বাকি মামলায় ১০৪ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।পিবিআইয়ের চার্জশিটে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গোলাম মাওলাকে আসামি করা হয়েছে। মণ্ডপ থেকে কোরআন উদ্ধারের পর তিনিই ফেসবুক লাইভে বিষয়টি ছড়িয়ে দেন। পরে র‍্যাব গোলাম মওলাকে গ্রেপ্তার করে। এ ছাড়া হত্যাসহ অন্য দুই মামলায় ৩৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পিবিআই।তদন্ত কর্মকর্তা পিবিআই কুমিল্লার পরিদর্শক বিপুল চন্দ্র বিশ্বাস জানান, মামলার একমাত্র আসামি গোলাম মাওলা। তিনি প্রথম লাইভে ঘটনাটি ছড়িয়ে দেন, তদন্তে প্রমাণিত হয়েছে।কোতোয়ালি থানার পুলিশ দুটি মামলায় ১০৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। দুটিতেই প্রধান আসামি ইকবাল। ঘটনার দিন মনোহরপুর কালীবাড়িতে হামলার সময় ইটের আঘাতে আহত হন দিলীপ কুমার দাস (৬০)। আট দিন পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সিসিটিভি ফুটেজে হামলাকারীরা শনাক্ত হলেও, কার ইটের আঘাতে দিলীপের মৃত্যু, তা আজও জানা যায়নি। গত চার বছরেও সরকারি সহায়তা পায়নি পরিবারটি। দিলীপের স্ত্রী রুপা দাস বলেন, সবার সামনে লোকটাকে মারল। আসামি চিহ্নিত না হওয়ার কথা নয়। হয়তো সাক্ষী-প্রমাণের অভাবে বিচারও পাব না।কারাগার থেকে কারাগারে ঘুরছেন ইকবাল মণ্ডপে কোরআন রেখে অবমাননার ঘটনায় আলোচিত ইকবাল ২০২১ সালের ২১ অক্টোবর কক্সবাজারে গ্রেপ্তার হন জানা যায়, এখন পর্যন্ত ইকবালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা, ধর্ম অবমাননা ও সন্ত্রাসবিরোধী আইনে কুমিল্লাসহ সারাদেশে ৩৯টি মামলা হয়েছে। এর মধ্যে গাজীপুরের ঘটনায় ঢাকার সাইবার ট্রাইব্যুনাল এক মামলায় ২০২৩ সালের ২ মার্চ ইকবালকে এক বছর চার মাস কারাদণ্ড দেন।বিভিন্ন মামলায় হাজিরা দিতে ইকবালকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে বিভিন্ন কারাগারে ঘুরতে হচ্ছে। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার আব্দুল্লাহেল আল-আমিন বলেন, ৩৯ মামলায় হাজিরার প্রয়োজনেই ইকবালকে বিভিন্ন কারাগারে স্থানান্তর করা হচ্ছে। সর্বশেষ তাঁকে নোয়াখালী কারাগারে পাঠানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট