স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলার বুড়িচংয়ে র্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে ৩৩৫ বোতল স্কাফসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর ২০২৫) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল বুড়িচং থানার কোশাইয়াম পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মোঃ আসিফ (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩৩৫ বোতল স্কাফ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসিফ কুমিল্লা কোতয়ালী মডেল থানার মাহাজনবাড়ি গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে। র্যাব জানায়, সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে স্কাফ সংগ্রহ করে কুমিল্লা ও দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করছিল।
র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।