নিজস্ব সংবাদদাতা।।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসক জনাব মোঃ আমিরুল কায়ছার এবং কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাজির আহমেদ খাঁন মহোদয় সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় বর্ণিত কর্মকর্তাগণ পূজা উদযাপন পরিষদ, পূজা মন্ডপ কমিটি এবং ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পুলিশ সুপার মহোদয় পূজা মন্ডপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূজা উদযাপন শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি পূজা মন্ডপে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য, আনসার এবং ভলান্টিয়ার মোতায়েন করার আহ্বান করেন । সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিয়মিত মনিটরিং করার অনুরোধ করেন । নারী-পুরুষের জন্য আলাদা প্রবেশপথ ও সুশৃঙ্খল সারিবদ্ধতা নিশ্চিতকরণ।
সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারির পূজা উদযাপন শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের সর্বোচ্চ প্রস্তুতির আশ্বাস প্রদান করেন। এসময় কুমিল্লা জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।