মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
জুলাই সনদ ও পিআর পদ্ধতি ছাড়া দেশে নির্বাচন সুষ্ঠু হবে না। তরুণদের দেওয়া রক্তের বিচার না করে আমরা নির্বাচন চাই না। কেউ কেউ নির্বাচনের জন্য অনেক বেশি পাগল হয়ে যাচ্ছে। আমরাও চাই নির্বাচন হোক এবং একটি গণতান্ত্রিক সরকার আসুক, এতে আমাদের দ্বিমত নেই। কিন্তু আমাদের এই তরুণ প্রজন্ম যেভাবে রক্ত দিয়েছে, সেই রক্তের বিচার না করেই যদি আমরা নতুন সরকারে চলে যাই তবে এই বিচার কখনো সম্পূর্ণ হবে না। জুলাই সনদ ও পিআর পদ্ধতি আগামী নির্বাচনে ফলপ্রসু বয়ে আনবে। (২৬ সেপ্টেম্বর) শুক্রবার বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আগামীর নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই করতে হবে। স্বৈরাচারদের বিচার দ্রুত করতে হবে। তরুণ প্রজন্মের যারা জুলাই বিপ্লবে আহত হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে। দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এতে ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিএনজি স্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ভূইঁয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, বাইতুল মাল সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক। এসময় কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সম্পাদক মাওলানা আবু কাউছার আরমান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা লুৎফুর রহমান খান মাছুম, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাঈন উদ্দিন সাঈদ, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম শাহীন, সাহেবাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. আমিনুল ইসলাম, সেক্রেটারি ইমাম হোসাইন, মালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আইয়ুব খান পাঠান, সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ নাঈম, দুলালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কাজী আব্দুল হান্নান, সেক্রেটারি মাওলানা মো. ফরিদ উদ্দিন, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মোবাশ্বিরুল হক, মাধবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমানত উল্লাহ মজুমদার, সেক্রেটারি হাফেজ মনির হোসেন, শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান সেলিম, সেক্রেটারি মাওলানা মো. বাছির উদ্দিন (বিএসসি), শিদলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু কাউছার সরকার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. কামরুল হাছান, ওমর সানি, ছাত্রনেতা আফনাম মোজাহিদ, আব্দুল্লাহ আল জুবায়েরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।