ইকবাল হোসেন সুমন,নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবিতে গতকাল (২২ সেপ্টেম্বর)থ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কুমিল্লার সকল উপজেলাসহ ঢাকায় বসবাসরত কুমিল্লা জেলার বিপুল সংখ্যক নাগরিক অংশ নেন। বিভিন্ন উপজেলার নামে ব্যানারে ব্যানারে মিছিলে মিছিলে মুখরিত, ‘দাবি নয়, অধিকার, কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ চাই’—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকাস্থ কুমিল্লা সমিতির সভাপতি এ বি এম শাহজাহান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য,বীর মুক্তি যোদ্ধা ড. খন্দকার মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা নাগরিক পরিষদের আহ্বায়ক ড. শাহ মোহাম্মদ সেলিম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক,জাতীয় নাগরিক কমিটি,নাভিদ নওরোজ শাহ, যুগ্ম সদস্য সচিব, নাগরিক পরিষদ কুমিল্লা, মিয়া মোঃ তৌফিক। ব্যারিস্টার আবদুল্লাহ আল -মামুন, ব্যারিস্টার জুবায়ের আহম্মেদ ভুঁইয়া, গোলাম সামদানী,সফিউল বশর, ফারুক ভুঁইয়া প্রমুখ। বক্তারা বলেন, কুমিল্লা একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক জেলা। এর সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি রয়েছে। দেশের অন্য অনেক জেলার নামের সঙ্গে মিলিয়ে বিভাগ করা হলেও কুমিল্লাকে তার প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা আরও বলেন, কুমিল্লার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি এই বিভাগ। সরকার এসেছে সরকার গিয়েছে কুমিল্লা জেলা বিভাগ হয় নাই। এই দাবি পূরণ হলে শুধু কুমিল্লার মানুষই নয়, সমগ্র দেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।
বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী “কু” বলে অপমানিত করেন কুমিল্লাকে তাই বক্তারা ক্ষুব্ধ প্রকাশ করেন।বক্তারা সরকারের কাছে দ্রুত কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের জোর দাবি জানান। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। কুমিল্লা বিভাগ বাস্তবায়নের মানববন্ধন ও সমাবেশে অংশ গ্রহন করেন, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী।