স্টাফ রিপোর্টার।।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন আকাশ দাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী এই শিক্ষার্থী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে চাকসু নির্বাচনে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর প্রার্থী হওয়া বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। আকাশ দাশের প্রার্থিতা ইতিমধ্যেই ক্যাম্পাসে আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, এটি সমতা ও অন্তর্ভুক্তির পথে একটি ইতিবাচক অগ্রগতি।আকাশ দাশ জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন। তার লক্ষ্য হলো শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করা। তিনি বিশ্বাস করেন, নির্বাচিত হলে সকল শিক্ষার্থীর কণ্ঠস্বরকে সমানভাবে গুরুত্ব দেওয়া হবে।চাকসু নির্বাচনে তার অংশগ্রহণ কেবল একজন প্রার্থীর লড়াই নয়, বরং প্রতিবন্ধী ও প্রান্তিক শিক্ষার্থীদের সামাজিক স্বীকৃতি অর্জনেরও প্রতীক বলে মনে করছেন অনেকে।