1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহাম্মদপুরে ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিসের বিশেষ প্রশিক্ষণ! কুমিল্লায় হাজী ইয়াছিনের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনায় কোরআন শরিফ খতম, খাবার বিতরণ ও বিশেষ দোয়া। কুমিল্লা ইপিজেডে বেতন–ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন কুমিল্লা জেলায় পুলিশ সুপার হিসেবে জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়ের যোগদান। কুমিল্লার কাপ্তান বাজার,জজকোর্ট ও গোমতী নদীর সড়কে দীর্ঘ দুর্ভোগের অবসান! চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের সি পি আর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান তারুণ্যের উৎসব কারাতে প্রতিযোগিতায় সাইনিং সিতোরিউ কারাতে বিজয়ী ছাত্র-ছাত্রীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউনিয়নভিত্তিক নির্বাচনী মতবিনিময় সভা। চৌদ্দগ্রামে নির্যাতিত মটর শ্রমিক কমিটির শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাধবপুর ড্রেজার ব্যবসার মূল নেপথ্যে ঘুসখোর তশিলদার কান্তি দেবনাত

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

মাধবপুর ড্রেজার ব্যবসার মূল নেপথ্যে ঘুসখোর তশিলদার কান্তি দেবনাত

জুয়েল খন্দকার,স্টাফ রিপোর্টার।।
মাধবপুর ইউনিয়নে ড্রেজার ব্যবসায়ীদের মূল এজেন্ডার বাস্তবায়ন করার ঘুসখোর ভূমি তশিলদার কান্তি দেবনাত এর বিরুদ্ধে অভিযোগ!কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের ড্রেজার ব্যবসায়ীদের মূল এজেন্ডার বাস্তবায়ন করেন ভূমি তশিলদার কান্তি দেবনাত বলে এমন অভিযোগ উঠেছে। সরজমিনে অনুসন্ধানে গিয়ে দেখা যায় মাধবপুর ইউনিয়ন ভূমি অফিসের আসে পাশে মোট ৩টি ড্রেজার চলমান। নাম প্রকাশে অনিচ্ছুক ড্রেজার ব্যবসায়ী জানান যে তশিলদার কান্তি দেবনাত”কে কি টাকা দেওয়া ছাড়া আমরা চালাতে পারব নাকি! তাকে ঘুষ দিয়েই আমরা ড্রেজার চালাই নয়তো ইউএনও ও এসিল্যান্ড এসে সব ভেঙ্গে দেয়। ইউএনও ও এসিল্যান্ড অভিযানে আসলে কান্তি দেবনাত বাবু আগেই আমাদেরকে ফোন করে জানান তখন আমরা সব সরিয়ে নেই।অবৈধ ড্রেজার দিয়ে মাধবপুর ইউনিয়ন ভূমি অফিসের পাশের রাস্তায় কয়েকটি স্থাপনা ভরাট এর কাজ চলছে এ-সব বিষয় ভূমি অফিসে গিয়ে ঘুসখোর তশিলদার কান্তি দেবনাত এর বক্তব্য জানতে গিয়ে প্রথমে অফিসে ঢুকে দেখা যায় এক বৃদ্ধার কাছ থেকে ৫০০ টাকা নিয়ে পকেটে ঢুকান পরে সাংবাদিকেরা ভিজিটিং কার্ড দিলে অফিসের বাহিরে ডেকে এনে কি জানতে চাচ্ছে মর্মে ভূমি অফিসের পাশে ড্রেজার চলার বিষয় অবগত আছেন কিনা জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন জানি তো আপনারা আমাকে কি করতে বলেন? আপনাদেরকে এখনি এসিল্যান্ড স্যারকে কল দিয়ে হাজত খাটয়ে ছাড়ব বলে হুমকি দিয়ে এসিল্যান্ডকে ফোন দিলে তখন ইউএনও সাথে এবিষয় কথা হয়েছে বলে এসএমএস দেখালে তখন ঘুসখোর তশিলদার কান্তি দেবনাত বলেন আপনারা বলেছেন ব্যবস্থা নেব। ভাবা যায় কান্তি দেবনাত এর নাকের ডগাতেই চলে ড্রেজার কিন্তু কেউ অভিযোগ না দিলে ব্যবস্থা নেবেন না? তার মানে অপরাধের অভিযোগ না গেলে সে কোন পদক্ষেপ গ্রহণ করবেন না আর করবেনই বা কি করে কারণ অবৈধ ড্রেজার তো তার নেতৃত্বেই চলে!উক্ত বিষয় জানতে ব্রাহ্মণপাড়া ইউএনওকে ফোন করলে তিনি এসিল্যান্ডকে জানাতে বলেন একাধিকবার ফোন করলেও তিনি ফোনটি রিসিভ করেনি।সরজমিনে অনুসন্ধানে জানা যায় ঘুসখোর কান্তি দেবনাত জমি খারিজ করতেও ১০ থেকে ২০ হাজার টাকা ঘুষ ছাড়া তিনি কাজ করেন না! কুমিল্লা শহরেও তিনি বিভিন্ন স্থানে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বলেও অভিযোগ উঠেছে, অনুসন্ধান চলমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট