
চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপুর গ্রামের অহিদুর রহমান বাদশা। বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বাদশার ঘরে রয়েছে ৯ মাস বয়সী শিশু সন্তান। এই দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছে জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘ।সংগঠনটির প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আল-আমীন রাসেল-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল পঙ্গু হাসপাতালে গিয়ে আহত বাদশার খোঁজখবর নেন। সঙ্গে ছিলেন আনন্দ সংঘের শুভাকাঙ্খী ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইসরাফিল মোল্লা এবং কেন্দ্রীয় সমন্বয়ক পলাশ খান।মানবিক সহায়তা হিসেবে সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ বাদশার পিতা আব্দুল মান্নানের হাতে তুলে দেয়া হয়। এবং আশ্বাস দেন, চিকিৎসার প্রয়োজনে আনন্দ সংঘ সবসময় পাশে থাকবে।।