স্টাফ রিপোর্টার।।
বর্ণাঢ্য আয়োজনে পালিত হল মাছরাঙা টিভির ১৪ বছর পূর্তি। এ বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লার মাননীয় জেলা প্রশাসক আমিরুল কায়সার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনের গুণীজন, সমাজসেবক, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শ্রেণিপেশার পেশাজীবী ও সুধীজনবৃন্দ। সবার আন্তরিক উপস্থিতি ও শুভেচ্ছা বার্তা অনুষ্ঠানটিকে করে তোলে প্রাণবন্ত ও স্মরণীয় সার্বিক সহযোগিতা সঞ্চালনা করেন মাছরাঙ্গা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল। মাছরাঙা টেলিভিশনের এই দীর্ঘ পথচলায় যারা সহযোগী ছিলেন, এই আয়োজন ছিল তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক উজ্জ্বল উদাহরণ।