২১শে ডিসেম্বরের সমাবেশ সফলে চৌদ্দগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা ২১শে ডিসেম্বরের সমাবেশ সফলে চৌদ্দগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪ ২১শে ডিসেম্বরের সমাবেশ সফলে চৌদ্দগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা মনোয়ার হোসেন,চৌদ্দগ্রাম প্রতিনিধি।। আসন্ন ২১শে ডিসেম্বর চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আয়োজিত যুব সমাবেশকে স্বাগত জানিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় ইউনিয়নের চব্বিটি গ্রামের অন্তত আড়াই শতাধিক মোটর সাইকেল অংশ নেয়। বুধবার (১৮ই ডিসেম্বর) সকালে ইউনিয়নের খিরনশাল মাদ্রাসা থেকে শুরু হয়ে চব্বিশটি গ্রাম হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও চৌদ্দগ্রাম বাজার প্রদক্ষিণ করে। পরে মুন্সীরহাট বাজারে এসে মোটর সাইকেল শোভাযাত্রাটি শেষ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য নুরে আলম মিয়াজী, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহাম্মদ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাখাওয়াত হোসেন শামিম, সেক্রেটারী ইসরাফিল হোসেন, কুমিল্লা বারের আইনজীবি সাইফ উদ্দিন, জামায়াত নেতা কপিল উদ্দিন মোল্লা, মোঃ ইউনুছ, এমরান হোসেন মাসুদ, মরতুজা মজুমদার, হারুন ভূঁইয়া প্রমুখ।শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগামী ২১শে ডিসেম্বর শনিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে জামায়াতের নায়েবে আমীর, চৌদ্দগ্রামের সাবেক সাংসদ ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরসহ একাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। সমাবেশে অন্তত চল্লিশ হাজার মানুষ অংশগ্রহণ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। SHARES রাজনীতি বিষয়: ২১শে ডিসেম্বরের সমাবেশ সফলে চৌদ্দগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা