হাসনাত আব্দুল্লাহর সমর্থক ও বিএনপি নেতা রিজভিউলের সমর্থকদের বিক্ষোভ মিছিল সংঘাত ছাড়াই অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর সমর্থক ও বিএনপি নেতা রিজভিউলের সমর্থকদের বিক্ষোভ মিছিল সংঘাত ছাড়াই অনুষ্ঠিত কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, মে ২১, ২০২৫ হাসনাত আব্দুল্লাহর সমর্থক ও বিএনপি নেতা রিজভিউলের সমর্থকদের বিক্ষোভ মিছিল সংঘাত ছাড়াই অনুষ্ঠিত দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।। জুলাই অভ্যূত্থানের কন্ঠস্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর প্রতি হুমকী ও ষড়যন্ত্রের প্রতিবাদে,- দেবীদ্বারে জুলাই অভুত্থানে আহত- শহীদ পরিবার ও ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিলের আহবান করে মঙ্গলবার (২০ মে) বেলা ২টায়। অপরদিকে গত ১৬ মে শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘জুলাই সমাবেশে’ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সভাপতির বক্তব্যে তিনি বিএনপিকে জড়িয়ে অসৌজন্যমূলক বক্তব্য দেন। তার বক্তব্যে,- ‘কুমিল্লার রাজনীতিবিদরা আওয়ামীলীগের টাকায় রাজনীতি করে’ এ বক্তব্যের প্রতিবাদের একই দিনে অর্থাৎ মঙ্গলবার (২০ মে) বিকেল ৩ টায় দেবীদ্বার উপজেলা বিএনপির পক্ষে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবকে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর সমর্থকরা কুমিল্লা (উত্তর) জেলার সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আহবান করা হয় একই দিন বিকেল ৩ টায়। উভয়ের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা একই দিনে সামান্য সময়ের ব্যাবধানে হওয়ায় সংঘাতের আশংকায় থাকে দেবীদ্বারবাসী। উভয় গ্রæপের মধ্যে শংকা, আতঙ্কের উপসম ঘটায় প্রাকৃতিক বৃষ্টি এবং স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর কৌশলী পথ অবলম্বনে। বৃষ্টির কারনে উভয়ের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ যথাসময়ে না হলেও বিকেল ৪টায় শান্তিপূর্ণ পরিবেশে উভয় পক্ষের বিক্ষোভ মিছিল। প্রথমে জুলাই অভ‚্যত্থানে আহত- শহীদ পরিবার ও ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং তার পরপরই হয় বিএনপি নেতা ব্যারিষ্টার রিজভিউল আহসান মূন্সীর নেতৃত্বাধীন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টায় দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষোভকারীরা ‘হাসনাত ভাইয়ের কিছু হলে- জ¦লবে আগুন ঘরে ঘরে’, ‘জুলাই অভ‚্যত্থানে শহীদের রক্ত- বৃথা যেতে দেবনা’, ‘এ্যাকশান টু এ্যাকশন- ডাইরেক্ট এ্যাকশন’, ‘দেবীদ্বারের মাটি- হাসনাত ভাইয়ের ঘাটি’, আওয়ামীলীগের দালালেরা- হুশিয়ার সাবধান’সহ নানা শ্লোগানে শ্লোগানে উপজেলা সদর মুখরিত করে তোলে। পরে নিউমার্কেট স্বাধীনতা চত্তরে এসে এক সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচীর সমাপ্ত করে। এসময় উপস্থিত ছিলেন, বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, ২৪ শের আন্দোলনে শহীদ তন্ময়ের বাবা, শহীদ মহিউদ্দিনের মা’, আহত তানভির হাসান তুষার, ইয়াছিন আরাফাত, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, এনসিপি নেতা শামিম কাউছার, জালাল আহমেদ, শাহাদাত হোসেন, এমরান আহমেদ প্রমূখ।অপরদিকে একই সময়ে কুমিল্লা (উঃ) জেলার বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে মুক্তিযুদ্ধ চত্তরে বক্তব্য রাখেন, কুমিল্লা (উঃ) জেলার বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী, কুমিল্লা (উঃ) জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, পৌর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক সুলতান কবির আহমেদ খান প্রমূখ। ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী বলেন, গত ১৬ মে শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘জুলাই সমাবেশে’ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সভাপতির বক্তব্যে বিএনপিকে জড়িয়ে অসৌজন্যমূলক বক্তব্য দেন। তিনি বলেন, কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। তিনি তার নিজ উপজেলা দেবীদ্বারকে নিয়েও বলেন, আমার উপজেলায়ও আওয়ামী লীগ তার নিজের টাকায় রাজনীতি করে, বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে। এ বক্তব্যে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এ বক্তব্যে বিএনপির নেতা-কর্মীরা ক্ষুব্ধ। তাই আমরা বলতে চাই দ্রæত সময়ের মধ্যে হাসনাত আব্দুল্লাহ যদি এ বক্তব্য প্রত্যাখ্যান না করে, কেন্দ্রীয় নেতাদের কাছে ক্ষমা না চায়, তাহলে তাকে কুমিল্লায় কোন অনুষ্ঠান করতে দেয়া হবেনা। এমনকি কুমিল্লার মাটিতে পা রাখতে দেয়া হবেনা। SHARES অপরাধ বিষয়: হাসনাত আব্দুল্লাহর সমর্থক ও বিএনপি নেতা রিজভিউলের সমর্থকদের বিক্ষোভ মিছিল সংঘাত ছাড়াই অনুষ্ঠিত