স্কুলেই সংসার শিক্ষক দম্পতির!

স্কুলেই সংসার শিক্ষক দম্পতির!

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪

স্কুলেই সংসার শিক্ষক দম্পতির!

বরগুনা প্রতিনিধি।।
বরগুনার আমতলীতে শিক্ষক দম্পতি বিদ্যালয়ের মধ্যেই সংসার পেতেছেন বলে অভিযোগ ওঠেছে। অভিযুক্ত দম্পতি হলেন- উত্তর পূর্ব তক্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান ও তার স্ত্রী সহকারী শিক্ষিকা তাছলিমা।

জানা যায়, ২০০৩ সালে উত্তর পূর্ব তক্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পান শাহজাহান তালুকদার। একই বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে চাকরি করছেন তার স্ত্রী তাছলিমা আক্তার। প্রধান শিক্ষক হওয়ার পর থেকে ওই শিক্ষক দম্পতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এসব বিষয় নিয়ে ইতোমধ্যে তাদের পদত্যাগ দাবি করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের দায়িত্বশীল এক সহকারী শিক্ষিকা বলেন, ‘শাজাহান তালুকদার প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকে  স্কুলে সিন্ডিকেট গড়েন। শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত পরিক্ষার ফি আদায়, ভুয়া বিল করে টাকা আত্মসাৎ করাসহ নানা অনিয়ম শুরু করেন। কোনো নিয়ম-কানুন তোয়াক্কা না করে স্কুলের স্টোর রুমের পাশে নামাজের স্থানে তিনি ও তার স্ত্রী মিলে হাড়ি-পাতিল, গ্যাসের চুলা, বিছানা বিছিয়ে সংসার পেতে শিক্ষার পরিবেশ নষ্ট করছেন। এসব নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী প্রধান শিক্ষক দম্পতির পদত্যাগের দাবি জানিয়ে আসলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের ক্ষমতাধর জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় নির্বিঘ্নে অপকর্মের সুযোগ পেয়েছেন তিনি। এসব নিয়ে প্রতিবাদ করলে উল্টো নেতাদের দিয়ে হুমকি ধমকি ও হয়রানি করা হতো।’এ বিষয় প্রধান শিক্ষক শাজাহান তালুকদার বলেন, ‘আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ সত্য নয়। আর এখানে স্থায়ীভাবেও থাকা হয় না। শুধুমাত্র আমার বাচ্চাদের খাবার খাওয়ানো এবং দুপুরের খাবার খাওয়ার সময় মাঝেমধ্যে তরকারি গরম করা হয়।’

আমতলী উপজেলার শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ আশরাফুল আলম বলেন, বিষয়টি জেনেছি। এ বিষয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।