সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে যোগদান করলেন কুমিল্লা'র চৌদ্দগ্রামের কৃতি সন্তান সাজিদ!
চৌদ্দগ্রাম প্রতিনিধি,কুমিল্লা।।
তিন বছর ট্রেনিং শেষ করে সফলতার সাথে কমিশন প্রাপ্ত হয়ে বাংলাদেশ সেনা বাহিনীতে লেফটেন্যান্ট পদে আনুষ্ঠানিক ভাবে যোগদান করলেন চৌদ্দগ্রামের সাজিদ বিন আনোয়ার। তিনি চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের সৌদি আরব ব্যবসায়ী রেমিটেন্স যোদ্ধা আনোয়ার হোসেন ও উম্মে সালমা খানোমের বড় ছেলে। জানা যায়, সাজিদ কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি ২০১৯ ও রাজুক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি ২০২১ শেষ করেন। পরর্বতীতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (স্নাতক-২০২৫) আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কৃতিত্বের সাথে শেষ করনে। ২৮ মে বুধবার বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। তাহার এই অর্জনে পিতা আনোয়ার হোসেন বলেন, সে লেফটেন্যান্ট পদে আজ থেকে দেশ মাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে বদ্ধপরিকর। আমার সকল আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব ও গুণগ্রাহী গণ সাজিদ এর জন্য দোয়া করবেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com