সিটি কর্পোরেশন কাউন্সিলরদের পুনঃ বহাল দাবিতে কাউন্সিলর সমাবেশ অনুষ্ঠিত সিটি কর্পোরেশন কাউন্সিলরদের পুনঃ বহাল দাবিতে কাউন্সিলর সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪ সিটি কর্পোরেশন কাউন্সিলরদের পুনঃ বহাল দাবিতে কাউন্সিলর সমাবেশ অনুষ্ঠিত মহিউদ্দিন মন্টি,(স্টাফ রিপোর্টার)।। সোমবার (৪ নভেম্বর ২০২৪ ইং) বেলা এগারোটায় জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে দেশের দশটি সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ তাদের দায়িত্ব থেকে অপসারণ তুলে নিয়ে দায়িত্বে পুনঃ বহালের দাবিতে কাউন্সিলর সমাবেশের আয়োজন করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবিধান বিশেষজ্ঞ সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও প্রধান উপদেষ্টা বাংলাদেশ সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কাউন্সিলর এসোসিয়েশন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্র চিন্তক ও গণসংগঠক এবং প্রধান সমন্বয়ক যুক্ত ফোরাম সরদার শামস আল মামুন (চাষী মামুন)। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কুমিল্লা সাংবাদিক ফোরাম এম মোশাররফ হোসাইন।কাউন্সিলর সমাবেশে প্রধান অতিথি ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন সারা পৃথিবীতে দেশ পরিচালনা হয় স্থানীয় সরকার প্রতিনিধিদের মাধ্যমে। রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী, পুলিশ প্রধান থেকে শুরু করে সকলের চারিত্রিক সনদ প্রদান করেন স্থানীয় সরকার প্রতিনিধিগণ। শাসন বিভাগের একমাত্র নির্বাচিত প্রতিনিধিই আপনারা। আপনাদের অগণিত শক্তি রয়েছে। আপনারা সরকারকে আপনাদের দাবি দাওয়া জানান এবং আপনারা বর্তমান সরকারের সাথে কথা বলুন, সরকারকে বুঝান। আমি আমার অবস্থান থেকে বর্তমান সরকারের উচ্চ মহলে আপনাদের দাবির বিষয়টি গুরুত্বের সাথে জানাবো। আপনারা ঐক্যবদ্ধ থাকুন দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবেন না। শান্তি পূর্ণ সমাবেশের জন্য আপনাদের অভিনন্দন জানাই।সমাবেশে বক্তারা বলেন ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বাদে দশটি সিটি কর্পোরেশনের জনগণের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনঃ বহালের দাবিতে আমরা সমাবেশের ডাক দিয়েছি। আমরা কোন দলীয় মার্কা নিয়ে নির্বাচিত হই নাই। আমরা তৃণমূল পর্যায়ে সেবা দেই আমরা প্রত্যেকে একেকটি ওয়ার্ডের জন্য একেকজন অতন্দ্র প্রহরী। রাত দিন পরিবার পরিজনদেরকে ভুলে গিয়ে জনগণদের সেবা দিতে ব্যস্ত ছিলাম শুধু তাই নয় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের পাশে ছিলাম।কাউন্সিলর সমাবেশে কুমিল্লা সিটি কর্পোরেশন ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান বলেন আমি ২০১২ সাল থেকেই কাউন্সিল রের দায়িত্ব পালন করে আসছি ব্যক্তিগতভাবে আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। কুমিল্লা সিটি কর্পোরেশন ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে প্রায় ৬৫ টি মামলা, ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরামুল হক বাবুর বিরুদ্ধে প্রায় ৪৫ টি মামলা ও এবং আমার বিরুদ্ধেও ফ্যাসিবাদি আওয়ামী সরকার ১১ টি মামলা দায়ের করা সত্বেও জনগণ আমাদের সেবাকে ভুলে না। আমাদের জন্য আমাদের দায়িত্বরত প্রতিটি ওয়ার্ডের জনগণ অঝোরে কান্না করছে।রাজশাহী সিটি কর্পোরেশন কাউন্সিলর সাবের আহমেদ সমাবেশে বলেন আমরা বর্তমান সরকারের সহায়ক, বিরোধী নই।বরিশাল সিটি কর্পোরেশন ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিল সৈয়দ ফারুক রহমান তার বক্তব্যে বলেন আপনারা লক্ষ্য করলে দেখবেন স্থানীয় কাউন্সিলরদেরকে অপসারণ করার পরপরই দেশে চুরি, রাহাজানি,ডাকাতি বেড়ে গেছে। অনতি বিলম্বে আমাদেরকে নিজ নিজ ওয়ার্ডে দায়িত্বে বহাল রাখার জোর দাবি করছি।এসময় দেশের দশটি সিটি কর্পোরেশন থেকে আসা বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বৃন্দ বক্তব্য রাখেন এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশন থেকে কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কাউন্সিলর,সুলতান আহমেদ,কুমিল্লা সিটি কর্পোরেশন ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী জিয়াউল হক মুন্না, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল,১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হানিফ মাহমুদ ১৬,১৭,১৮ নম্বর সংরক্ষিত মহিলা কাউন্সিলর নেহার বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।কাউন্সিলর সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশন ৪০ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী এ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম খান।পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনার দায়িত্বে ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৭,৮,৯ নম্বর ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর আয়শা আক্তার দিনা।সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে। SHARES নাগরিক সংবাদ বিষয়: সিটি কর্পোরেশন কাউন্সিলরদের পুনঃ বহাল দাবিতে কাউন্সিলর সমাবেশ অনুষ্ঠিত