রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির কোনো জায়গা নেই-ড. ইউনূস

রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির কোনো জায়গা নেই-ড. ইউনূস।

প্রকাশিত: ৩:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির কোনো জায়গা নেই-ড. ইউনূস
বিশেষ প্রতিবেদন।।
বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির কোনো জায়গা নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এমন মন্তব্য করেছেন।
তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্যই দেখিয়েছে আওয়ামী লীগ। তাই নিকট ভবিষ্যতের কথা চিন্তা করলে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো জায়গা নেই। তবে, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করবে না।ড. ইউনূস বলেন, আওয়ামী লীগের সময় জনগণের স্বাধীনতা ছিল না। রাজনীতির প্রতিটি ক্ষেত্র তারা দখল করে রেখেছিল। নিজেদের স্বার্থে তারা সবকিছু করেছে।