যারা বলে ১৫/১৭ বছর করলে দোষ হয়না এখন করলে দোষ! যারা বলে ১৫/১৭ বছর করলে দোষ হয়না এখন করলে দোষ! কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫ যারা বলে ১৫/১৭ বছর করলে দোষ হয়না এখন করলে দোষ! এবিএম আতিকুর রহমান।। যারা বলে ১৫/১৭ বছর করলে দোষ হয়না এখন করলে দোষ! ওরা কিন্তু তখনকার ফ্যাসিস্টদের লোক, তখন লুটপাটসহ সকল অপরাধ করে এখন ছলম পাল্টে …. যাদেরকে ৫ আগস্টের পূর্বেও ওদের সাথে দেখা গিয়েছিল। ওদের চিহ্নীত করুন। কারন ২৪শের আন্দোলনকারীরা বৈষম্য, শোষণ, লুটপাটের পরিবর্তনসহ ভাত ও ভোটের অধিকার বাস্তবায়নে লড়ছে। অপরাধকে সমর্থন বা অপরাধ সংগঠন করেনা।দেশে চুরি- ডাকাতি- ছিনতাই- রাহাজানী, জবরদখল, সন্ত্রাস- ঘূষ- দূর্নীতি, খুণ- ধর্ষণ-অপহরণ, লুটপাট, চান্দাবাজী, জুলুম-অত্যাচার, মাদকসহ অপরাধ কর্মকান্ড চরম ভাবে বেড়ে গেছে। বর্তমানে আইনশৃংখলা পরিস্থিতি জনগনের অনুকুলের বাহিরে। জান-মালের নিরাপত্তা হীনতার বিষয়টি সর্বমহলে আলোচিত ও চাঁপা ক্ষোভে ভাসছে। দেশের সামাজিক অবস্থা এক চরম বিচারহীনতায় ভোগছে। নাগরিক সেবাও চরম বিড়ম্বনায় চলছে।তারপরও কিছু কুলাঙ্গার বলবে, এখন হচ্ছে! আগে কি এসব হয়নি? আগের তারা ১৫/১৭ বছর করেছে আর এখন… করলেই দোষ।যারা এসব বলে তারা কিন্তু আগের তারাই, ছলম পাল্টে এখন আগের কাজগুলোর প্রত্যক্ষ সমর্থন এবং এসব অপরাধগুলো নিজেরা করে যাচ্ছে। মঞ্চে, সভা, সমাবেশে টেবিলটা আর সাধারণ আলোচনায় নিজে সাধু প্রচার করছে, নিতীবাক্য শুনিয়ে প্রকাশ্যে অপরাধ করে যাচ্ছে, নানা সুবিধা আদায় এবং অবৈধ টাকার মালিক হচ্ছে।আমার কথা হলো আমরা যারা সাধারন মানুষ, যারা রাজনৈতিকভাবে একটি ফ্যাসিস্ট সরকারের পতনে কাজ করেছি, একটা পরিবর্তন এনেছি। আমাদের স্বজনরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জেল-জুলুম-ত্যাগ স্বীকার করেছে, তারা তো একটি বৈষম্যহীন, দূর্নীতিমুক্ত সাম্যের দেশ চেয়েছিল।নিরাপদে ঘরথেকে বেড়িয়ে সুস্থ্যভাবে ঘরে ফিরবে, মৌলিক অধিকারগুলোর স্বাদ নেবে, আগের অবস্থা থেকে মুক্তিপাবে ভাত ও ভোটের অধিকার পাবে! এসবের কি হচ্ছে ? সংস্কার হচ্ছে ! কিসের সংস্কার ? প্রতিহিংসার! আমরা চাই ২৪শ্র অভ্যূত্থানে ত্যাগীদ্র মূল আকাংখার বিষয়গুলোর সংস্কার। ফ্যাসিস্ট সরকারের প্রভাবশালীরা এব হাসিনা পরিবারের সবাইকে বহাল রেখে লুটপাট আর প্রশাসনের কেন্দ্রগুলো দখল করা মানে সংস্কার নয়। যারা আজকে ১৫/১৭ বছরের দূর্নীতি লুটপাটে জড়িত ছিল, তারাই এখন উপজেলা পর্যায়ে সমন্বয়ক বিপ্লবী দাবী করে অপরাধকে গত ফ্যাসিস্ট সরকারের কর্মান্ডের তুলনা করে বেশী অপরাধ ও সমর্থন করে যাচ্ছে। ওদেরকে চিনে রাখুন, যারা ২৪শের শহীদদেররক্তের উপর পাড়া দিয়ে অপরাধ করছে এবং অপরাধকে সমর্থন দিচ্ছে। SHARES অপরাধ বিষয়: যারা বলে ১৫/১৭ বছর করলে দোষ হয়না এখন করলে দোষ!