ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির আলোচনা সভা ও আপনজন সম্মাননা

ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির আলোচনা সভা ও আপনজন সম্মাননা

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪

ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির আলোচনা সভা ও আপনজন সম্মাননা

মোঃ আবদুল আউয়াল সরকার,স্টাফ রিপোর্টার।।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে আলোচনা সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০২৪ খ্রিঃ)রাতে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি আয়োজিত ওই অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিলো ডায়াবেটিস-সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জনপ্রসাশন সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডাক্তার সৈয়দা শাহীনা সোবহান।আপনজন সম্মাননা পেয়েছেন কুমিল্লা লিভার ক্লাবের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইজাজুল হক, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যান সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ এ কে এম আবদুস সেলিম।সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিডনী ফাউন্ডেশন হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা কিডনী রোগ বিশেষজ্ঞ ডাক্তার জামাল ইসলাম।ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ আতাউর রহমান জসীমের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আ.হ.ম তাইফুর আলমের সভাপতিত্বে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ অজিত কুমার পাল।বিশেষজ্ঞ মতামত ব্যক্ত করেন, অধ্যাপক ডাঃ মোহাম্মদ আবদুল লতিফ, গাইনী রোগ বিশেষজ্ঞ ডাঃ দিলরুবা আক্তার, চর্ম রোগ বিশেষজ্ঞ ডাঃ নজরুল ইসলাম শাহীন প্রমুখ।অনুষ্ঠানে সমিতির অন্যান্য সদস্য, সরকারি আইন কর্মকর্তা, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, সুশীল ও সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের লোকজন উপস্থিত ছিলেন।