ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে মানববন্ধন কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫ ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে মানববন্ধন মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ এর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (২০ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা-মিরপুর সড়কে ঘন্টাব্যাপী আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজ এর আয়োজনে কলেজ এর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় ৫শত শিক্ষার্থী অংশগ্রহন করেন। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, একটি কুচক্রি মহল উদ্দ্যেশ্যপ্রনোদিত হয়ে এই জনপদের আলোকিত মানুষ মোশাররফ হোসেন খান চৌধুরী এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছে। তারা ঈর্ষান্বিত হয়ে তার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করেছে। তার বিরুদ্ধে এরকম মিথ্যা ও বানোয়াট অভিযোগ এই জনপদের মানুষ মেনে নিবে না। ভবিষ্যতে যদি এরকম কোন মিথ্যা ও বানোয়াট অভিযোগ হয় তাহলে শিক্ষার্থীরা মাঠে আন্দোলন করবে। মানববন্ধনে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ জামাল উদ্দিন এর নের্তৃত্বে উপস্থিত ছিলেন কলেজ এর এডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল মোমেন, সহকারি অধ্যাপক যথাক্রমে মোহাম্মদ আবদুল কুদ্দুছ, মো. জয়দল হোসেন, প্রীতিলতা দাশ, জ্যৈষ্ঠ প্রভাষক যথাক্রমে মোসাঃ পারভীন আক্তার, বিশ্বজিত সাহা, প্রবাল কুমার দে, খালেকুর রহমান, মো. সফিউল্লাহ, প্রভাষক যথাক্রমে মো. এমরান আলী, সুমি রানী চক্রবর্তী, মজিবুর রহমান, মোঃ ইমান হোসেন, মো. অলিউল্লাহ, মো. নাজমুল হক, নাছরিন সুলতানা, সিপিয়া পাল, কাজী এনামুল হক, মো. ফখরুল ইসলাম মজুমদার, জান্নাতুল ফেরদৌসী খান চৌধুরীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও ছাত্রছাত্রীরা। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ জামাল উদ্দিন বলেন, এই জনপদের আলোকিত মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী এর বিরুদ্ধে একটি কুচক্রি মহল মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছে। এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। SHARES অপরাধ বিষয়: ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে মানববন্ধন