বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে হামলার ঘটনায় আতিকুউল্লাহ খোকন ও আব্দুল হাই বাবলুসহ ৫৫০ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে হামলার ঘটনায় আতিকুউল্লাহ খোকন ও আব্দুল হাই বাবলুসহ ৫৫০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে হামলার ঘটনায় আতিকুউল্লাহ খোকন ও আব্দুল হাই বাবলুসহ ৫৫০ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার।।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত ছাত্রদের উপরে হামলার ঘটনায় আওয়ামিলীগ এর দোসোর (পদবি হবে) আতিকুল্লাহ খোকন ও সদর দক্ষিনে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই বাবলু”সহ ৩৫৮ জনকে এজাহারভূক্ত আসামী করে অজ্ঞাত ৪৫প থেকে ৫০০জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলাতে কুমিল্লা জেলার ৬ থানার (থানার নাম গুলি হবে) লোকদেরকে আসামী করে মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর দক্ষিন থানার (ওসি নাম) তিনি জানান উক্ত মামলাটি গত ২১ নভেম্বর ২০২৪ মামলার বাদী মোঃ সোহাগ (২৩), পিতা-মৃত খোরশেদ আলম, গ্রাম- ফেতেহাবাদ, ডাকঘর ফেতেহাবাদ মোকামবাড়ি, উপজেলা-দেবিদ্বার, কুমিল্লা, এনআইডি: ১৯৬০৪০৮৯৯৭।
হাজির হয়ে এজাহারভূক্ত ৩৫৮ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাত নামা ৪৫০ থেকে ৫৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম।মামলার বাদী এজাহারে উল্লেখ করেন যে, গত ২৭/০৫/২০৪ ইং বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের “বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ এর কর্মসূচির ডাক দিলে তিনিসহ কুমিল্লার প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা আওয়ামীলীগের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা নিম্নোক্ত আসামীদের হুকুমতে ও শলাপরামর্শে আসামীরা বে-আইনীভাবে দলবদ্ধ হয় হাতে রিভালভার, শর্টগান, পিস্তল, ককটেল হকসিস্টক, লাঠিসহ দেশীয় এবং বিদেশী অস্ত্রে সুসজ্জিত হইয়া হত্যা, দাঙ্গা, প্রাস, জনমনে আতংকিত বা গুরুতর আঘাত চেষ্টাসহ করে। নিরস্ত্র ছাত্র জনতার উপর উদ্দেশ্য প্রণোদিতভাবে গত ২৯/০৭/২০২৪ ইং তারিখ রোজ সোমবার দুপুর’ ১ম ঘটনাস্থল সদর দক্ষিণ মডেল থানাধীন গন্ধামতী পাকা রাস্তার উপর ছাত্র-জনতার শাক্তিপূর্ণ মিছিল বের করলে আসামীরা এজাহারনামীয় আসামীগনসহ আরো আনুমানিক ৪৫০-৫৫০ জন সন্ত্রাসী ছাত্র-জনতাকে লক্ষ করে বিস্ফোরণসহ গুলি ছোড়ে। এতে করে ২০-৩০ জনের বুকে, নাকেসহ সরীরের বিভিন্নস্থানে গুলিবিদ্ধ করিয়া মিছিল ছত্রভঙ্গ করে।বিদেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখমসহ ইলেকট্রনিক্স ডিভাইস জোরপূর্বক কেড়ে নিয়ে ব্যক্তিগত তথ্য প্রদর্শন করিয়া এবং ভিডিও চিত্র বিনষ্ট করে আসামীরা। প্রথম ঘটনাস্থল থেকে শুরুতর জখম এবং ভীত-সন্ত্রস্ত হইয়া প্রাণ বাঁচাতে আশ্রয় নেয়া শিক্ষার্থীরা দৌড়াইয়া সদর দক্ষিণ মডেল থানাধীন সদর দক্ষিণ মডেল থানাধীন পলিটেকনিক ইন্সটিটিউটের পশ্চিম পাশের উপর-সহ অত্র এলাকার (২য় ঘটনাস্থল) দিকে আসামাত্রই আসামি-এর নেতৃত্বে ৪৫০/৫৫০ জন ছাত্র-জনতাকে লক্ষ করে অতর্কিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটাইয়া জনমনে আতংকিত করিয়া এলোপাতাড়ি গুলি ছুড়লে ছাত্র গনের ‘মধ্যে হইতে আশরাফুল ইসলাম নাইম-সহ অনেকেরে গুলিবিদ্ধ করে। ১ম ঘটনাস্থল এবং ২য় ঘটনাস্থলে অবস্থান করা। অন্যান্যদের রামদা, লাঠি-সোঁটা এবং অন্যান্য দেশীয়-বিদেশীয় অস্ত্র নিয়ে দিয়ে দুইপাশ থেকে এলোপাতাড়ি গুলিসহ রামদা, পিটিয়ে রক্তাক্ত করে বা হাত-পায়ের হাড় চেড়ে দেয়। একপর্যায়ে ব্যক্তিগত। তথ্য হাতিয়ে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আলা করিয়া ফেলে। এমতাবস্থায় ছা,ত-জনতা প্রাণনাশের ভয়ে ভীত হইয়া পালিয়ে পাশ্ববর্তী বাড়ি আশ্রয় নিলে সেখানেও গিয়ে হামলা ও ধমকি প্রর্দশন করে। 

এজাহারভূক্ত আসামীরা হলোঃ

১) আতিক উল্লাহ খোকন (৬৬), (সাধারন সম্পাদক কুমিল্লা মহনগর আওয়ামীলীগ), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং: ঝাউতলা, থানা-কোতয়ানী মডেল, জেলা-কুমিল্লা, ২) আব্দুল হাই বাবলু (৫৫) (সাবেক উপজেলা, চেয়ারম্যান সদর দক্ষিণ), পিতা-অজ্ঞাত, সাং শাকতলা, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা, ৩) আমিনুল ইসলাম টুটুল (৫৮), (সাবেক উপজেলা, চেয়ারম্যান, আদর্শ সদর, কুমিল্লা), পিতা-রফিকুল ইসলাম, সাং-ধর্মপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ৪) আব্দুল্লাহ আল মাহমুদ শহিদ (৫৭) (কুমিল্লা মহানগর যুবলীগ আহবায়ক), পিতা- মেতু মিয়া, সাং-মুরাদপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ৫) আহম্মেদ নিয়াজ পাবেল (৪৬) (সাবেক ভাইস-চেয়ারম্যান, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা), পিতা-মৃত আলী মিয়া, সাং-শাসনগাছা (বড়বাড়ি), খানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ৬) জাহাঙ্গীর খান চৌধুরী (৬০) (সাবেক চেয়ারম্যান ব্রাহ্মণপাড়া উপজেলা), পিতা-অজ্ঞাত, সাং-কলাপবাশ, থানা: ব্রাহ্মণপাড়া ৭) জুলফিকার আগা বাসেত (৫৪), পিতা: মৃত আব্দুর রউফ খান (মুক্তার), স্থায়ী: গ্রাম-বাদশা মিয়ার বাজার, পশ্চিম রেইসকোর্স (কুজবন), হোল্ডিং নং: (১৬৬৬), খানা: কোতোয়ালী মডেল, জেলা: কুমিল্লা, ৮) তওফিক কাদরিয়া সেতু (৩০) (অস্ত্র সহযোগিতাকারী), পিতা-অজ্ঞাত, ঠিকানা-তালপুকুরপাড় (কাথরিয়া হাউজ), থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ৯) ইকবাল, পিতা-মৃত দুদুমিয়া, (১১নং ওয়ার্ড), মনোহরপুর, থানা:-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ১০) রাজীব (হাতকাটা), ১১নং ওয়ার্ড, মনোহরপুর, খানা কোতয়ালী, জেলা-কুমিল্লা, ১১) মাহমুদুল হাসান পরান (৩৮), পিতা: অজ্ঞাত, ঠিকানা:-বর্তমান টমছমব্রীজ) স্থায়ী-দয়াপুর, থানা:কোতয়ালী, জেলা-কুমিল্লা, ১২) মেহেদী হাসান নাইমুন (২৪), পিতা-অজ্ঞাত, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ১৩) বাদশা ফাহিম (২৪), পিতা: অজ্ঞাত, ঠিকানা:-দীঘিরপাড়, দুর্গাপুর ইউপি, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ১৪) রবিন রাজ (৩০), পিতা-অজ্ঞাত: ঠিকানা:-বড়পুকুরপাড়, দক্ষিন চর্থা, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ১৫) জহিরুল ইসলাম রিন্টু (৪৮) (সভাপতি, সেচ্ছাসেবকলীগ), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-মির্জনগর, পোস্ট: আগানগর, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা, বর্তমান সাং-ছোটরা, (বিষ্ণপুর), থানা- কোতয়ালী, জেলা-কুমিল্লা, ১৬) হাবিবুল আল আমিন সাদী (৪৫) (সাবেক ১১ ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র, কুসিক), পিতা: এবিজে সালেহীন প্রকাশ বকু মিয়া, সাং-মুন্সেফবাড়ি, মনোহরপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ১৭) আজিজুল হক সিহানুক (৩৬) সাবেক আহবায়ক, কুমিল্লা মহানগর ছাত্রলীগ), পিতা: মৃত হেলাল উদ্দিন, সাং-মুন্সেফবাড়ি, মনোহরপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ১৮) সরকার মাহমুদ জাবেদ (৫০), সাবেক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর (কুসিক), পিতা: আব্দুল রব মুক্তার, সাং: রেইসকোর্স, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ১৯) জসিম উদ্দিন (৫০), সাবেক চেয়ারম্যান, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন, সাং- নাইঘর, থানা-ব্রাহ্মণপাড়া, ২০) আতিকুল ইসলাম রিয়াদ (৩৫) চেয়ারম্যান শশীদল, ইউনিয়ন-শশীদল, থানা- ব্রাহ্মণপাড়া, ২১) মনির হোসেন চৌধুরি (৪৮) চেয়ারম্যান সাহেবাবাদ ইউনিয়ন, পিতা-মৃত ছলিম চৌধুরি, সাং-সাহেবাবাদ, থানা-ব্রাহ্মণপাড়, ২২) মো জহিরুল ইসলাম (৪৫) চেয়ারম্যান ব্রাহ্মনপাড়া সদর ইউনিয়ন, সাং-মহালক্ষীপাড়া, থানা-ব্রাহ্মণপাড়া, ২৩) কাজী শিফন (৩৫) সাবেক ০২ নং ওয়ার্ড কাউন্সিলর (কুসিক), পিতা: শাহিন মিয়া, সাং-ছোটরা ডিসি রোড, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ২৪) সালেহ আহমেদ রাসেল (৪৫) পিতা-মৃত সেকেন্দার মাস্টার, সাং-জামিরা, থানা-লাইমাই, জেলা-কুমিল্লা (বর্তমান সাং-আলিফ টাওয়ার, মদিনা পজিদ, ঠাকুরপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা), ২৫) নাজমুল ইসলাম শাওন (৪২) সদস্য, কুমিল্লা মহানগর যুবলীগ, পিতা: মৃত রজন মিয়া, সাং-মধ্যম আশ্রাফপুর, থানা-সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা, ২৬) নাইমুল আলম হিমেল (৩২), পিতা-মৃত শরাফ কন্ট্রাক্টর, সাং-বাদুরতলা মসজিদগলি, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ২৭) রায়হান), পিতা-মৃত সেতু মিয়া, সাং ছোটরা (নতুন ডিসি রোড) থানা:-কোতয়ালী মডেল,জেলা-কুমিল্লা, ২৮) জালাল উদ্দিন ভূঁইয়া (৩৭) (অস্ত্র ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ী), পিতা-মৃত মুমিন ভূঁইয়া, সাং-বলরামপুর, আদর্শ সদর, ২৯) কাউছার জামান কায়েস (৩৮), পিতা-কবির হোসেন, সাং- বাগিচাও, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ৩০) জালাল (৪১), পিতা-মৃত শহীদ মিয়া প্রকাশে বাচ্চু মিয়া, সাং-পশ্চিম রেসকোর্স, থানা- কোতয়ালী মডেল,জেলা-কুমিল্লা, ৩১) দুলাল হোসেন অপু (৪০), (সদস্য, কুমিল্লা মহানগর যুবলীগ) পিতা:-অজ্ঞাত, শ্রীমন্তপুর, বিশ্বরোড, থানা: সদর দক্ষিন মডেল থানা, জেলা-কুমিল্লা, ৩২) মাহবুব আলম পল্লব (অস্ত্রধারী) (২৫), পিতা- আবদুল খালেক, সাং-বলরামপুর, থানা-কোতয়ালী মডেল, ৩৩) আজাদ হোসেন (৪৫) সাবেক ২২ নং ওয়ার্ড কাউন্সিলর, কুসিক, পিতা-মৃত খলিলুর রহমান, সাং-শ্রীমন্তপুর, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা, ৩৪) শাহীদ আল হাছান চৌধুরী(৪৩), পিতাঃ মোঃ হোসাইন হারুন চৌধুরী, সাং- রতনপুর, থানা-চৌদ্দগ্রাম, ৩৫) মেহেদী হোসেন (৩০) (অস্ত্রধারী), পিতা-অজ্ঞাত, সাং-শ্রীমন্তপূর পদুয়ার বাজার বিশ্বরোড) থানা: সদর দক্ষিন, জেলা-কুমিল্লা, ৩৬) আনোয়ার হোসেন (৫৫) সাবেক কাউন্সিলর ২০ নং ওয়ার্ড কাউন্সিলর কুসিক), পিতা-মৃত হালিম আলী, সাং-দিশাবন্দ, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা, ৩৭) কামরুল হাসান মেম্বার(৪২) (অস্ত্রধারী), পিতা: আলি আশরাফ, সাং-বলরামপুর, থানা: কোতয়ালী মডেল, ৩৮) হাসান বাপ্পি মজুমদার রাফি (৫০) সাবেক চেয়ারম্যান, পিতা- হালিম মজুমদার, সাং-ইটাল্লা, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ৩৯) মো: আবুল খায়ের(৪৩), পিতা-মৃত শফিকুল (ডাক নাম শফিক মিয়া), মাতা-মৃত মোসা: খালেদা বেগম, গ্রাম: পশ্চিম মাঝিগাছা, ইউনিয়নঃ ৫ নং পাঁছথুবী, থানা: কোতোয়ালী, জেলা: কুমিল্লা, ৪০) মেহেদী হাসান (অস্ত্রধারী) (২৮), পিতা-খোকন মিয়া, সাং-শ্রীবল্লভপুর পূর্ব পাড়া, সদর দক্ষিণ,
৪১) সাদেকুর রহমান পিয়াস (৩৮), (সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবকলীগ), পিতা-জালু মিয়া, সাং-ঝাউতলা, থানা-কোতয়ালী ৪২) মোজাম্মেল হোসেন (৬০), সাবেক চেয়ারম্যান, আমড়াতলী ইউনিয়ন, পিতাঃ-মৃত কাজী কফিল উদ্দিন, থানা- কোতোয়ালি, জেলা-কুমিল্লা, ৪৩) আব্দুল কাইয়ুম (২৪), পিতা: সামু মিয়া, সাং-ঝাউতলা, থানা-কোতয়ালী, জেলা-কুমিয়া, ৪৪) ওমর ফারুক ভূইয়া, পিতা-জয়নাল আবেদীন ভূইয়া, মাতা-হাসনা হেনা, সাং-মাইজখার, মাইজখার ইউনিয়ন, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা৷ ৪৫)- আতাতার (সেলফি অরাফাত) (৪০), পিতা-ভূট্টু মিয়া, সাং- ডুমুরিয়া, চান্দপুর, বউবাজার, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ৪৬) আবুল হাসান (৪৫), (সাবেক কাউন্সিলর, ২৭ ওয়ার্ড, কুসিক), পিতা-অনু মিয়া, সাং-রায়পুর, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা ৪৭) আব্দুর সাত্তার (৪০) (সাবেক কাউন্সিলর ২৬ নং ওয়ার্ড, কুসিক), পিতা-অজ্ঞাত, সাং গ্রাম: গোয়ালমথন, থানা-সদর দক্ষিন, কুমিল্লা, ৪৮) সুজন দত্ত (৩২), পিতাঃ-চন্দন দও, সাং-তালপুকুরপাড়, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ৪৯) মাসুদুর রহমান মাসুদ (৪২) (সাবেক কাউন্সিলর ২নং ওয়ার্ড, কুসিক), পিতা:- আব্দুল আজিজ, সাং-ছোটরা, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ৫০ পৃতুল (২৬), পিতা-অজ্ঞাত, সাং-পাথুরিয়াপাড়া, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ৫১) আবু হেনা বিন মোস্তফা (৩০), পিতা-অজ্ঞাত, শাসনগাছা, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ৫২) কালা মোস্তফা (), পিতা-অজ্ঞাত, সাং- শাকতলা (মিরপুকুরপাড়), শাকতলা সদর দক্ষিন, জেলা-কুমিল্লা, ৫৩) নূর মোহাম্মদ সোহেল, (৩০) (সভাপতি, মহানগর ছাত্রলীগ, কুমিল্লা), পিতা-অজ্ঞাত, সাং- থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ৫৪) মোশাররফ হোসেন মুন, (২৭) (সাধারণ সম্পাদক, মহানগর ছাত্রলীগ, কুমিল্লা), পিতা: আদম আলী, সাং-মধ্যম আশ্রাফপুর, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা, ৫৫) দিদারুল হক আকাশ (২৭) (কুমিল্লা ছাত্রলীগ), পিতা:-অজ্ঞাত, সাং- দক্ষিন চর্থা, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ৫৬) সৈয়দ রুমন (৪০), পিতা-অজ্ঞাত, সাং- পাথুরিয়াপাড়া, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ৫৭) শাহ আলম খান (৬৪), পিতা-মজিদ খান, সাং-অশোকতলা, থানাক-কোতোয়ালিসহ অজ্ঞাত নামা ৪৫০থেকে ৫৫০ জন কে আসমি করে মামলা দায়ের করা হয়।