বিদেশ ফাউন্ডেশন’ থেকে দেবীদ্বারের ৩ শত পরিবার পেলেন রমজানের খাদ্য সামগ্রী।

বিদেশ ফাউন্ডেশন’ থেকে দেবীদ্বারের ৩ শত পরিবার পেলেন রমজানের খাদ্য সামগ্রী।

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫

`ধনাঢ্য ও স্বচ্ছল ব্যাক্তিদের দুস্থ্যদের পাশে দাড়াতে হবে’- এ্যাসিল্যান্ড মো. রায়হানুল ইসলাম।

এবিএম আতিকুর রহমান বাশার,দেবীদ্বার প্রতিনিধি।।
আমাদের সমাজে অনেক ধনাঢ্য ও স্বচ্ছল ব্যক্তি রয়েছেন। প্রত্যেক এলাকার সচ্ছল ব্যক্তিরা যদি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়ান তাহলে এলাকায় সুবিধাবঞ্চিত মানুষগুলোর সংখ্যা কমে যাবে।
মঙ্গলবার (১১মার্চ) সকাল ১১টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহাম্মদপুর মাদ্রাসা মাঠ পাঙ্গনে আয়োজিত ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এবং ‘বিদেশ ফাউন্ডেশন’ এর সহযোগীতায় দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিত প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে যেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. রায়হানুল ইসলাম এসব কথা বলেন।
‘বন্ধু উন্নয়ন সংস্থার’র সভাপতি এম,এ ওয়াদুদের সভাপতিত্বে এবং বিশিষ্ট ধারাভাষ্যকার রাশেদুল আল আমিন সরকার রাসেল’র সঞ্চালনায় উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. রায়হানুল ইসরাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, মোহাম্মদপুর সেরাজুল হক কলেজ’র অধ্যক্ষ এম,এ, সাত্তার, মোহাম্মদপুর ইসরামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মহিউদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মোশাররফ হোসেন ভ‚ঁইয়া, জালাল খান, সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুম, হজরত মাওলানা এনামুল হক প্রমূখ।
খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি পেকেটে ১০ কেজি চাউল, ২ কেজি ডাল, ২ কেজি বোট, ২ কেজি আলু, ১ লিটার সোয়াবিন তৈল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ২৫০ গ্রাম সেমাই, ২৫০ গ্রাম গুড়া দুধ, ২৫০ গ্রাম কিসমিস, ২৫০ গ্রাম মসলাসহ সাড়ে ২২ কেজি খাদ্য সামগ্রী রয়েছে।