বিজিবি কর্তৃক প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিছ ও চাদর জব্দ
গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।
৩১ অক্টোবর(বৃহস্পতিবার ) রাত ৪ টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) , কুমিল্লা সেক্টর এর টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন সীমান্ত পিলার ২০৩৭/-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খিরনাল নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১৩৪ পিস ভারতীয় শাড়ি, ৪৭০ পিস থ্রি পিস, এবং ৩৮১ পিস চাদর জব্দ করে । সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃকর্নেল এ এম জাবের বিন জব্বার জানান ,জব্দকৃত মালামালের সিজার মূল্য ১,৮৫,১০,০০০/- (এক কোটি পঁচাশি লক্ষ দশ হাজার) টাকা। তিনি জানান,সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা এবং দেশ ও জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
তারিখ:৩১/১০/২৪ ইং
বুড়িচং, কুমিল্লা।
০১৭১৮২২৮৪৪৬
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com