বাউফল প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফলে হীরা বীজ সুপ্রীম সীড কোম্পানি লিমিটেডের রিটেইলার সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর ২০২৪) বেলা ১২ টায় বাউফল উপজেলা হল রুমে এ রিটেইলার সভা অনুষ্ঠিত হয়।
সুপ্রীম সীডের বিশেষ করে তরমুজ বীজ সহ ১১০ জাতের বীজ বাজার জাত করছেন সুপ্রীম সীড কোম্পানি এ বিষয় নিয়ে রিটেইলাদের প্রোজেক্টরের মাধ্যমে বীজের গুনগত মান ও জাত নিয়ে আলোচনা সভা করা হয়েছে। সুপ্রীম সীড বাউফলের ডিলার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার অনিরুদ্ধ দাস, উদ্ভিদ সংরক্ষণ কর্মকতা মোঃ আনসার উদ্দিন মোল্লা সিনিয়র এজি এম সুপ্রীম সীড মোঃ সাইদ সামস, সুপ্রীম সীডের মার্কেটিং ম্যানেজার মোঃ হেলাল, সুপ্রীম সীডের রিজওনল ম্যানেজার মোঃ মাহাবুবুর রহমান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com