বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা  প্যারেড অনুষ্ঠিত।

বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা  প্যারেড অনুষ্ঠিত।

প্রকাশিত: ৩:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪

বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা  প্যারেড অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার।।

 গত ২৮ অক্টোবর, ২০২৪খ্রিঃ সোমবার কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স শহীদ আর আই এ.বি.এম. আব্দুল হালিম মিলনায়তন ড্রিলশেডে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২৯, ৩০ ও ৩১ অক্টোবর শারীরিক মাপ ও কাগজপত্র ,শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসফিকুজ্জামান আকতার মহোদয়।ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মহোদয় নিয়োগ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব আরাফাতুল ইসলামঅতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব খন্দকার আসফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব মোহাম্মদ নাজমুল হাসান , অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি,ফেনী) জনাব মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মারুফা নাজনীনসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।“#ট্রেইনি_রিক্রুট_কনস্টেবল_পদে_নিয়োগ_পরীক্ষা_প্রাথমিক_বাছাই_পর্ব_১ম_দিন”সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে আজ ২৯ অক্টোবর ২০২৪ খ্রি. ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে Physical Endurance Test (PET) -এর ১ম দিনের ইভেন্টের জন্য প্রাথমিক ভাবে আবেদনকারী প্রার্থীদের সকাল ৮.০০ টা হতে খাগড়াছড়ি পুলিশ লাইন্স্ প্রবেশদ্বারে প্রাথমিক উচ্চতা পরিমাপ করা হয় এবং বাছাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই এর জন্য পুলিশ লাইন্স মাঠে নিয়ে যাওয়া হয়।উক্ত পরীক্ষায় খাগড়াছড়ি জেলার নিয়োগ বোর্ডের সভাপতি সম্মানিত পুলিশ সুপার জনাব আরেফিন জুয়েল মহোদয়, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, নিয়োগ বোর্ডের সদস্য জনাব এ, এ, এম হুমায়ুন কবীর পিপিএম, ডিসি (প্রসিকিউশন), সিএমপি, চট্টগ্রাম, জনাব এ.বি.এম নায়হানুল বারী, অতিরিক্ত পুলিশ সুপার, সীতাকুন্ড সার্কেল, চট্টগ্রাম, জনাব মোঃ শামীম হোসেন, সহকারি পুলিশ সুপার (ড্রয়িং অ্যন্ড ডিসবার্সমেন্ট), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। জনাব মোঃ ওয়ালী উল্লাহ, সহকারী পুলিশ সুপার, ছাগলনাইয়া সার্কেল, ফেনী এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মাহমুদা বেগম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব তফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) জনাব নাজিম উদ্দীন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) জনাব সৈয়দ মুমিদ রায়হান ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।পরবর্তীতে ১ম দিনের ইভেন্টের কৃতকার্য প্রার্থীদের মাঝে ২য় দিনের পরীক্ষার জন্য প্রবেশপত্র প্রদান করা হয়।