দেবীদ্বার যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ক্রীড়া সামগ্রী বিতরণ

দেবীদ্বার যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫

শিশু-কিশোরদের সুস্থ্যদেহ ও মনন বিকাশ এবং অপরাধ দমনে খেলা-ধূলায় আগ্রহ বাড়াতে হবে
-ইউএনও মোহাম্মদ আবুল হাসনাত খাঁন

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।
শিশু-কিশোর, যুব-তরুণদের মাদক, মোবাইল আসক্তি, সন্ত্রাসসহ অপরাধ জগত থেকে তুলে আনতে খেলা-ধূলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডে উদ্ভ‚দ্ধকরণের বিকল্প নেই। তাছাড়া শিশু-কিশোর, যুব-তরুণদের স্বাস্থ্য সুরক্ষা ও মনন বিকাশে খেলা-ধূলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডের বিকল্প নেই। খেলা-ধূলায় আগ্রহীদের খেলার সামগ্রী এবং খেলার মাঠ সংস্কারের প্রয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হবে।
শনিবার (২৪ মে) সকাল ১০টায় ইউএনও’র সভাকক্ষে ‘যুব ও ক্রীড়া মন্ত্রনালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক সরবরাহকৃত, সরকার কর্তৃক স্বীকৃত ১৫ শিক্ষা প্রতিষ্ঠান, ১০ ক্রীড়া ক্লাব ও ৯ ক্রীকেট ও ফুটবল একাডেমীর মাঝে ওই ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাাঁন ওই বক্তব্য দেন। কুমিল্লার দেবীদ্বারে ৩৪ প্রতিষ্ঠানের মাঝে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. ময়নাল হোসেন ভিপি’র সভাপতিত্বে উক্ত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাাঁন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দেবীদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মো. রবিউল আহসান, সোনারবাংলা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. রোমন আহমেদ, ক্রীড়া সংগঠক মো. সাকিব সরকার, শিক্ষার্থী কাজী শাফরিন জোহা প্রমূখ।