দেবীদ্বারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মসজিদের ইমাম আটক! দেবীদ্বারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মসজিদের ইমাম আটক! কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুন ১, ২০২৫ দেবীদ্বারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মসজিদের ইমাম আটক! এবিএম আতিকুর রহমান বাশার,(দেবীদ্বার)কুমিল্লা।। কুমিল্লার দেবীদ্বারে মাদ্রাসা পড়–য়া ৮ বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মসজিদের ইমামকে আটক করেছে দেবীদ্বার থানা পুলিশ। এর আগে স্থানীয় জনতা অভিযুক্ত ইমামকে উত্তমাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনাটি ঘটে রোববার (১ জুন) সকাল ৯টায় দেবীদ্বার পৌরসভার বড়আলমপুর বাইতুস সালাম জামে মসজিদের ভিতরে ইমামের কক্ষে। অভিযুক্ত মোঃ রাশেদুল ইসলাম(২৭) ওই মসজিদের খতিব ও ইমাম এবং বড়আলমপুর আল হেরা আইডিয়াল ইসলামিক স্কুলের শিক্ষক। তিনি উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের আব্দুস সালাম মিয়ার পুত্র। অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী শিশু শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে, নিপীড়নের শিকার শিশু(৮) বড় আলমপুর আলহেরা আইডিয়াল ইসলামিক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। সে বড় আলমপুর নানীর বাড়িতে থেকে লেখাপড়া করেন, তার গ্রামের বাড়ি মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামে। অভিযুক্ত রাশেদুল ইসলাম(৩২) একই বিদ্যালয়ের শিক্ষক ও পার্শ্ববর্তী বাইতুস সালাম জামে মসজিদে ইমামতি করেন। শনিবার(৩১ মে) সকাল সাড়ে ১০ টায় স্কুলের টিফিন চলাকালে ওই ভিক্টিম শিশু(৮) কে ডেকে নিয়ে বাইতুস সালাম মসজিদের ভিতরে তার রুমে প্রবেশ করে, একপর্যায়ে তার বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় ও অভিযুক্ত রাশেদুল তাহার যৌনাঙ্গ শিশুটির মুখে একাধিকবার প্রবেশ করিয়ে যৌন নিপীড়ন করে। ইতিপূর্বে একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছে বলেও ভুক্তভোগী শিশু শিক্ষার্থী অভিযোগ করেছে। এবং এ কথা কাউকে জানালে হত্যার হুমকী দেন। তবে অভিযুক্ত রাশেদুল আলম(২৭) দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হাসপাতাল বেডে শোয়া অবস্থায় জানান, আমার বিরুদ্ধে এলাকার ৩০/৪০ জন লোক মিথ্যা অভিযোগ এন রড ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। SHARES অপরাধ বিষয়: দেবীদ্বারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মসজিদের ইমাম আটক!