দেবীদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনঃ সাব্বির হত্যা মামলার আসামী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হোসাইন গ্রেফতার

দেবীদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনঃ সাব্বির হত্যা মামলার আসামী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হোসাইন গ্রেফতার

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জুন ৩, ২০২৫

দেবীদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনঃ
সাব্বির হত্যা মামলার আসামী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হোসাইন গ্রেফতার

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বারে সাব্বির হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ২টায় দেবীদ্বার থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।হোসাইন আহমেদ হোসেন(৩৬) দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের মৃতঃ আকামত আলীর পুত্র। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেবীদ্বার পৌর শাখার সাবেক যুগ্ম-আহবায়ক ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাব্বির হত্যা মামলার ৫৩ নম্বর আসামী।
গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির(১৮) গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃতঃ আলমগীর হোসেনের পুত্র। ওই ঘটনায় দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃতঃ রবিস আলীর পুত্র ও নিহত সাব্বিরের মামা মো. নাজমুল হক বাদী হয়ে গত বছরের ১৪ সেপ্টেম্বর আদালতে ৯৯ জনকে এজহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ১০০/১৫০ জনসহ ২৪৯ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১১/১৬০, তারিখ- ১৪/০৯/২০২৫ইং। ওই হত্যা মামলার ৫৩ নং এজহারভ‚ক্ত আসামী হোসাইন আহমেদ হোসেন(৩৬)।হোসাইন আহমেদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ। বলেন, গোপন সংবাদে সোমবার দিবাগত রাত ২টায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। হত্যা মামলা দায়েরের পর পলাতক ছিল, গতকালই সে বাড়ি আসে। আজ মঙ্গলবার (০৩ জুন) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়েছে।