দেবীদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন:
রুবেল হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সুজন হাওলাদার গ্রেফতার।
এবিএম আতিকুর রহমান বাশার,দেবীদ্বার কুমিল্লা।।
কুমিল্লার দেবীদ্বারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বড়শালঘর ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক সুজন হাওয়াদার(২৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানা পুলিশের একটি দল, গত ৪ আগস্ট দেবীদ্বারে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে নিহত রুবেল হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। সুজন হাওলাদার(২৮) উপজেলার ১নং বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের হাওলাদার বাড়ির অভিত মিয়া হওলাদারের পুত্র। গতবছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে সেচ্ছাসেবক দলের নেতা বাস চালক আব্দুর রাজ্জাক রুবেল নিহত হন। গ্রেফতার হওয়া সুজন হাওলাদার ওই মামলার সন্ধিগ্ধ আসামী। এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদে গত রাত ৩টায় সুজন হাওলাদারের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সুজন হাওলাদার, রুবেল হত্যা মামলার এজহারভ‚ক্ত আসামী না হলেও তদন্তকালে এবং ভিডিও ফুটেজ দেখে তাকে সনাক্ত ও গ্রেফতার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com