দেবীদ্বারে বন্ধুদের সাথে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
এবিএম আতিকুর রহমান বাশার,দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বারে আনাস(২) নামে এক শিশু পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের চারুর বাড়ীর ‘ধরেরা পুকু-এ এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।নিহত আনাস মোহনপুর গ্রামের চারুর বাড়ীর রাকিব হোসেনের একমাত্র পুত্র।স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে শিশু আনাস তার বন্ধুদের সাথে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায়। এক পর্যায়ে তার বন্ধুরা আনাসকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। পরে আনাসের বাবা- মায়ের কাছে বিষয়টি জানায়। বাবা-মা তাকে খোজার এক পর্যায়ে পুকুরে নেমে খোঁতে যেয়ে তাকে খুঁজে পায়। তাৎক্ষনিক তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনাসকে মৃত ঘোষণা করেন।দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com