দেবীদ্বারে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্য!
এবিএম আতিকুর রহমান বাশার,(দেবীদ্বার)কুমিল্লা।।
কুমিল্লার দেবীদ্বারে পানিতে ডুবে মিনহাজ(৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ঈদুল ফিতরের তৃতীয় দিন বুধবার (২এপ্রিল) দুপুর ২টায়। নিহত শিশু মিনহাজ উপজেলার ৯নং গুনাইঘর উত্তর ইউনিয়নের উনজুটি ফকির মাহমুদের বাড়ির মোঃ ইউনুছ মিয়ার ছোট ছেলে।নিহত শিশু মিনহাজের বড় বোন তাহমিনা আক্তার জানান, ৪ ভাই বোনের মধ্যে মিনহাজ ছিল সবার ছোট। সে উনজুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ালেখা করতো। দুপুরে গোসলের কথা বলে বাড়ীর পাশে ( ৭ তলা মাদ্রাসা পুকুরে) গোসল করতে গিয়ে আর বাড়ি ফিরছে না। আমরা খোঁজাখুঁজি করছিলাম, তখনল রাস্তা দিয়ে এক লোক যাওয়ার পথে পুকুরে মিনহাজের লাশ ভাসতে দেখে আমাদের খবর দেয়। মিনহাজের নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই।এবিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. রুজিনা আক্তার জানান, মৃত অবস্থায় বাচ্চাটাকে আমাদের কাছে নিয়ে আসা হয়েছে। তবুও বাচ্চাকে দুইবার ইসিজি করে দেখেছি, প্রানের সঞ্চার পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com