দল চাইলে আমি নির্বাচনের জন্য প্রস্তুত আছি : মোস্তাক মিয়া

দল চাইলে আমি নির্বাচনের জন্য প্রস্তুত আছি : মোস্তাক মিয়া

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫

দল চাইলে আমি নির্বাচনের জন্য প্রস্তুত আছি : মোস্তাক মিয়া

ফজলুল হক জয়, স্টাফ রিপোর্টার।।
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাজী মো: মোস্তাক মিয়া বলেন,আমরা রাজনীতি করি দেশের জন্য,জনগণের জন্য, দলের জন্য।দল চাইলে আমি যে কোন সময় নির্বাচনের জন্য প্রস্তুত আছি।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রূপসী বাংলাকে দেয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে এমন বক্তব্য দেন কুমিল্লা-৬ (সদর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী মোস্তাক মিয়া।স্কুল জীবনে সম্পৃক্ত হয়েছেন ছাত্রদলের সঙ্গে।সেই থেকে ছাত্রদল,যুবদল,বিএনপি’র বিভিন্ন পদ-পদবীতে থেকে দলকে সাংগঠনিকভাবে মজবুত করার চেষ্টা করেছেন এবং অদ্যাবধি করে যাচ্ছেন।দলের জন্য কাজ করতে গিয়ে বিভিন্ন সময় নির্যাতন,হুমকির সম্মুখীন হয়েছেন,জেল খেটেছেন,মামলা-হামলার শিকার হয়েছেন তারপরও হাল ছেড়ে দেননি দাবী করে বিএনপি এই নেতা বলেন,নিজের প্রাপ্তির দিকে কখনো খেয়াল না করে দলের প্রাপ্তির কথা চিন্তা করেছি,সেটা এখনো করছি,ভবিষ্যতেও করবো।দল যখন যে দায়িত্ব দেয় সে দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন,একজন রাজনীতিবিদ রাজনীতি করেন দেশের মানুষের জন্য,জনগণের জন্য, দেশের কল্যাণের জন্য।জনপ্রতিনিধি হলে এগুলো করা সহজ হয়ে যায়।দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি নির্বাচনের জন্য প্রস্তুত আছি এবং বিপুল ভোট নিয়ে আসনটি উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস সম্পর্কে তিনি বলেন,আমাদের দল এ সরকারকে সর্বোচ্চভাবে সহযোগিতা করে যাচ্ছে।অনতিবিলম্বে এই সরকারের কাছে সংক্ষিপ্ত কিছু সংস্কার শেষে জাতীয় নির্বাচন দেয়ার অনুরোধ জানান হাজী মোস্তাক মিয়া।
নির্বাচন প্রসঙ্গে অতীত ও বর্তমান কর্মকাণ্ড বিবেচনা করে তিনি দলীয় হাইকমান্ডের কাছে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং তাকে বিবেচনায় রাখার অনুরোধ জানান।পরিশেষে,হাজী মোস্তাক মিয়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করে সাংসদ হিসেবে যাতে মানুষের সেবা করার সুযোগ পান সেজন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।