ছাত্র জামশেদ হত্যা: সাবেক রেলমন্ত্রীসহ ১২২ জনের বিরুদ্ধে মামলা। ছাত্র জামশেদ হত্যা: সাবেক রেলমন্ত্রীসহ ১২২ জনের বিরুদ্ধে মামলা। কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫ ছাত্র জামশেদ হত্যা: সাবেক রেলমন্ত্রীসহ ১২২ জনের বিরুদ্ধে মামলা। নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার চৌদ্দগ্রামে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী কলেজছাত্র জামসেদুর রহমান মিয়াজী জুয়েল হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক রেলমন্ত্রী মজিবুল হকসহ ১২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে নিহত জামসেদুরের চাচা মোঃ আইয়ুব মিয়াজী বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। নিহত জামসেদুর রহমান কুমিল্লা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং তিনি কোটা সংস্কার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। অভিযোগ করা হয়েছে, গত ৫ আগস্ট চৌদ্দগ্রামে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার সময় আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগের ‘সন্ত্রাসী বাহিনী’ গুলি চালালে জামসেদুর রহমান নিহত হন। মামলার অন্যান্য আসামিদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা অন্তর্ভুক্ত রয়েছেন। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহাম্মেদ জানান, পুলিশ আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন: মজিবুল হক (৮৫), রহমত উল্লাহ বাবুল (৫৫), বিপ্লব (৫০), সোহেল (৩৫), আঃ হালিম (৫৫), জুবায়ের হোসেন শুভ (৩০), মোঃ শাহীন (৪৫), তোফায়েল (৫৬), মোশারফ (৩৫), আলী হোসেন লিটন (৪৫), হারুনুর রশিদ মাসুম (৪২), রাকিব (৩৫), গাজী শহিদ (৫৫), রফিকুল ইসলাম পাটোয়ারী (৫৮), কাজল (৪৫), ইমান আলী (৪৫), নায়ক ইউসুফ (৫০), তুরাজ মজুমদার (৩০), আরশ মজুমদার (৫০), আলমগীর মেম্বার (৫০), নুরুল হুদা ফকির (৫০), মোঃ একরামুল হক (৪০), কাজী মাসুম বিল্লাহ (৩৫), পারভেজ (৪০), ফখরুল ইসলাম মেহরাজ (৩৫), নুর উদ্দিন রাজীব (৪০), জাহিদ হোসেন টিপু (৫৫), মহিবুল আলম কানন মজু (৫৫), রহমান, দ্বীন মোহাম্মদ সোহাগ (৩৫), শামীম (৪০), জিহাদ হোসেন জাবেদ (৪৫), সাজ্জাদ (৩৫), লেয়াকত উল্লাহ সাগর (৩৫), মাইন উদ্দিন দিপু (৩৫), জামাল হোসেন (৫০), হাফেজ বেলাল (৫০)। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জামসেদুর রহমানের পরিবার ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছে। SHARES অপরাধ বিষয়: ছাত্র জামশেদ হত্যা: সাবেক রেলমন্ত্রীসহ ১২২ জনের বিরুদ্ধে মামলা।