মনোয়ার হোসেন,চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত ও জুতার মালা পরিয়ে এলাকাছাড়া করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির উপজেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এ সময় তারা দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন নবী পাটোয়ারী নুরু। এ সময় মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন নবী পাটোয়ারী নুরু। পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা যুব দলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, পৌর যুব দলের আহবায়ক মোঃ হাসান।বিক্ষোভে বিএনপির স্থানীয় নেতারা অংশ নেন।বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে পৌর বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, আমরা কোনো দুষ্কৃতকারী এবং আওয়ামী লীগের পক্ষে প্রতিবাদ করছি না। আমাদের প্রতিবাদ একজন বীর মুক্তিযোদ্ধাকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে।চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ের ৫৩তম গৌরব গাঁথার মাসে একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে অপমান করে তারা সারা দেশ এবং চৌদ্দগ্রামবাসীকে কি মেসেজ দিলেন? ফ্যাসিবাদী আমলের কার্যক্রমের ধারাবাহিকতায় হত্যা, গুম, লুণ্ঠনের বাইরে বাকি ছিল শুধু মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে অপমান-অপদস্থ করে গ্রামে-গ্রামে হাঁটানো। আজ তারা ফ্যাসিবাদের বাকি কাজগুলোও শেষ করছেন? তার অন্যায় থাকলে তাকে পুলিশে সোপর্দ করেন, আদালত তার বিচার করবে। কিন্ত এভাবে গ্রুপ করে বীভৎসভাবে নিজেদের হাতে আইন তুলে নেওয়া মোটেও ঠিক নয়। ফেসবুকে এ নিয়ে পোস্ট করায় জামায়াত পরিচয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির এই নেতা।এদিকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করা সেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু দুই দিন ধরে নিজ বাড়ি ছেড়েছেন। তিনি বর্তমানে অন্য জেলায় তার ছেলের বাসায় অবস্থান করছেন। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে মোবাইল ফোনে এসব তথ্য জানিয়েছেন আব্দুল হাই কানু।তিনি বলেন, রোববার বিকেলে নিরাপত্তার কারণে ঘটনার পরপরই আমি বাড়ি ছেড়ে ছেলের কাছে চলে যাই। একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে ছেলের বাসায় বিশ্রামে আছি। পুলিশ নিরাপত্তা নিশ্চিত করলে চৌদ্দগ্রামের নিজ বাড়িতে ফিরব।আব্দুল হাই কানু লুদিয়ারা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের রোষানলে পড়ে দীর্ঘ ৮ বছর এলাকা ছাড়া ছিলেন তিনি। গত ৫ আগস্ট সরকার পতনের পর বেশ কয়েকবার তার বাড়িতে হামলা চালানো হয়
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com