চৌদ্দগ্রামে এক নারীকে গলা কেটে হত্যাচেষ্টা,রং মিস্ত্রি আটক
মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে খোদেজা আক্তার (৪৬) নামে এক মধ্যবয়সী মহিলাকে গলায় ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনায় হামলাকারী রং মিস্ত্রি মো: শাহীন (৪০) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরারাতে উপজেলার গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিম খোদেজা বেগম গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের মৃত মুছা কলিম উল্লার স্ত্রী এবং হামলাকারী শাহিন একই গ্রামের পাশ্ববর্তী বাড়ির মৃত ছায়েদুল হক ছুট্ট মিয়ার ছেলে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, খোদেজা বেগমের নতুন বিল্ডিং ঘরের রংয়ের কাজ করতেন হামলাকারী শাহিন। খোদেজা বেগমের একমাত্র ছেলে সোহাগ সৌদি প্রবাসী এবং একমাত্র মেয়ে লিমা আক্তার স্বামীর বাড়ী তারাসাইলে অবস্থান করছেন। মহিলা ব্যতিত ঘরে আর কেউ না থাকায় মঙ্গলবার ভোররাত আনুমানিক রাত ২.৩০ ঘটিকায় চুরি কিংবা অন্য কোন উদ্দেশ্যে বসতঘরে প্রবেশ করেন শাহিন। মধ্যরাতে চিৎকার শুনে আশেপাশের মানুষ এসে খোদেজা বেগমকে রক্তাক্ত অবস্থায় দেখে চৌদ্দগ্রাম থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ জানান, ঘটনাটি শুনে আমি তাৎক্ষনিক পুলিমের একটি টিম পাঠাই। ভিকটিম তখনো ক্ষীন স্বরে হামলাকারীরর নাম পিতার নাম বলতে পারছিলো। হামলাকারীর নাম শাহীন (৪০), পিতা মৃত ছায়েদুল হক ছুট্ট মিয়া, সে পেশায় রং মিস্ত্রি। তাকে তাৎক্ষণিক তার বসতঘর হতে আটক করা হয়েছে। ভিকটিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com