চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের শাকতলায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের শাকতলায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৫ চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের শাকতলায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার।। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা ব্রিজ এলাকায় সোনালী সমাজ সেবা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো তৃতীয় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প। গত ১৩ জুন ২০২৫, শুক্রবার দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৩০০ জন মানুষের রক্তের গ্রুপ নির্ধারণ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। শিশু, যুবক, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই সামাজিক উদ্যোগে। রক্তের গ্রুপ জানা যেমন স্বাস্থ্য সচেতনতায় সহায়ক, তেমনি রক্তদানে আগ্রহীদের জন্যও এটি অত্যন্ত প্রয়োজনীয় তথ্য। অংশগ্রহণকারীরা এই ক্যাম্পের প্রশংসা করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই জনসেবামূলক কার্যক্রমে সহযোগিতা করেছে শাকতলা যুব সমাজ। ক্যাম্পটি সুশৃঙ্খলভাবে পরিচালনায় কাজ করেন স্বেচ্ছাসেবকরা, যাঁদের নিরলস প্রচেষ্টায় কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়। সোনালী সমাজ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, “এই ধরণের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সবাইকে, যাঁদের আন্তরিক সহযোগিতায় ক্যাম্পটি সফল হয়েছে।” স্থানীয় জনসাধারণের মাঝে এই উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে এবং অনেকে ভবিষ্যতেও এমন কার্যক্রমের আয়োজনের আহ্বান জানিয়েছেন। SHARES অবসর-পর্যটন বিষয়: চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের শাকতলায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত