চান্দিনা উপজেলা সদরে মশক নিধন কার্যক্রম পৌরসভার চান্দিনা উপজেলা সদরে মশক নিধন কার্যক্রম পৌরসভার কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৪ চান্দিনা উপজেলা সদরে মশক নিধন কার্যক্রম পৌরসভার ইয়াছিন আরাফাত, চান্দিনা প্রতিনিধি।। কুমিল্লার চান্দিনা পৌর এলাকায় সম্প্রতি মশার উপদ্রব বেড়ে গেছে। ফলে দুর্ভোগে পরেছে পৌরবাসী। সমস্যাটির সমাধানে মশক নিধনে এগিয়ে এসেছে পৌরসভা কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে সম্প্রতি ব্যাপকভাবে মশক নিধন ঔষধ ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করা হচ্ছে।বুধবার (২০ নভেম্বর) বিকেলে চান্দিনা উপজেলা সদরের মধ্য বাজার ও পশ্চিম বাজার এলাকায় বিভিন্ন ড্রেন, ময়লার স্তুপ সহ সম্ভাব্য মশার আবাসস্থলে মশক নিধন ঔষধ স্প্রে করা হয়। এসময় পৌরসভার টিকাদান সুপাভাইজার মো. আবদুল ওয়াদুদ মশক নিধন কার্যক্রম মনিটরিং করেন। মো. আবদুল ওয়াদুদ জানান, পৌরসভার প্রশাসক নাজিয়া হোসেন মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা বিভিন্ন এলাকায় সম্ভাব্য মশার আবাসস্থলগুলো ধ্বংস করার চেষ্টা করছি। মশক নিধনের এই কার্যক্রম অব্যাহত থাকবে। SHARES জরুরী সেবা বিষয়: চান্দিনা উপজেলা সদরে মশক নিধন কার্যক্রম পৌরসভার