চান্দিনায় বিএনপি'র নেতার বিরুদ্ধে মানববন্ধন
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ৫ নং কেরনখাল ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী রুহুল কুদ্দুস মাহিন সরকারী গাছ আত্মসাৎ সহ ইউনিয়নে নিরীহ মানুষের উপর চলমান দুর্নীতি ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে কেরণখাল ইউনিয়ন বিএনপির নেতাকর্মী সহ সাধারণ জনগণ। বুধবার (১৮ই জুন) সকাল ১১ টায় ৫নং কেরনখাল ইউনিয়ন কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা কর্মী, ছাত্র-জনতা ও সাধারণ জনগনের মধ্যে কুমিল্লা উওর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোকাররম মজুমদার অভিযোগ করে বলেন, প্রতারক, ও বিএনপির, সভাপতি হাজী রুহুল কুদ্দুস মাহিন সরকারী গাছ আত্মসাৎ সীমাহীন দূর্নীতি ও দেন দরবার থেকে টাকা হাতিয়ে নেওয়া সহ একাধিক অনিয়মে কেরণখাল ইউনিয়নের নিরীহ মানুষ ফুষে উঠেছে। এই চোর বাটপার মানুষের হক মাইরা খাওয়ার মতন নেতা বিএনপির সভাপতি থেকে এ ইউনিয়নে বিএনপির নেতা কর্মী সহ সকলের ভাবমূর্তি নষ্ট করছে। এতে আমার প্রিয় নেতা চান্দিনা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন ভাইয়ের ইমেজও নষ্ট হচ্ছে।তাই আমি এ ইউনিয়নের সাধারণ জনগণের স্বার্থে চোর বাটপারদের কে দলীয় পদবী থেকে অব্যাহতি দিয়ে সাধারণ জনগনের প্রত্যাশা পুরনে যে দলের দূর্দিনে কাজ করছে তাদের হাতে দায়িত্ব দিয়ে দিবেন বলে আমি বিশ্বাস করি ও জনগনের দাবী ৫ ই আগষ্টের পটপরিবর্তনের পর রুহুল কুদ্দুস মাহিন এর দূর্নীতির কারণে প্রায় ৯০০শ জন টিসিবির পন্য সুবিধা গ্রহণ থেকে বঞ্চিত। এ সময় এই ইউনিয়ন পরিষদের মেম্বার ও কেরণখাল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো জয়নাল বলেন আমি শুনেছি গত সোমবারের একটি মানববন্ধনের কথা তবে সেক্রেটারি হিসেবে কোন দাওয়াত পায়নি। তিনি দাবী করেছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আমার পক্ষে মানববন্ধন করেছে আসলে এ কথাটি সত্য নয় । তবে তিনি গাছ চুরি করেছেন এটা জলন্ত প্রমান আছে আমাদের ইউনিয়নের দায়িত্বরত দফাদার মো বিল্লাল হোসেনের সুস্পষ্ট বক্তব্যই প্রমান করে তিনি সরকারী গাছ আত্মসাৎ করেছেন। আমার দাবী এ চোর সভাপতি কে তদন্ত কমিটির মাধ্যমে সঠিক তদন্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি । ১,২,৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার রেহেনা পারভিন তিনি দাবী করেন এ গাছগুলো আমাদের হাতে রোপন করা আমরাই এ গাছের মালিক। উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাবী সুষ্ঠ তদন্তের মাধ্যমে আত্নসাৎ কারীকে আইনের আওতায় আনবেন।উক্ত মানব বন্ধনে আরো বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো আতিকুর রহমান ভূঁইয়া, ৩নং ওয়ার্ডের সভাপতি আর্মি সালাম, সাবেক কেরণখাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো ময়নাল হোসেন মাষ্টার, ২ নং ওয়ার্ডের সভাপতি মো মনোয়ার হোসেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো আলী আহম্মদসহ এলাকার সকল পেশার জনগণ।
তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে দূর্নীতির বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় দুর্নীতিবাজ রুহুল কুদ্দুস মাহিন কে কেরনখাল ইউনিয়নে কোনো কার্যক্রম চালাতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com