গাজায় ৪১২ ইসরায়েলি সেনা নি’হত হয়েছে গাজায় ৪১২ ইসরায়েলি সেনা নি’হত হয়েছে কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫ গাজায় ৪১২ ইসরায়েলি সেনা নি’হত হয়েছে কুমিল্লার খবর আন্তর্জাতিক ডেস্ক।। ভয়াবহ রূপ নিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার চলমান যুদ্ধ । শনিবার (১৯ এপ্রিল) ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার উত্তরে চলমান লড়াইয়ে তাদের একজন সেনা নিহত হয়েছেন এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১২ জনে। নিহত সেনার নাম গালেব স্লিমান আল-নাসাসরা। তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন ওয়ারেন্ট অফিসার ছিলেন। ১৮ মার্চ গাজায় ইসরায়েল ফের পূর্ণমাত্রায় হামলা শুরু করার পর এই প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হলেন। প্রায় ১,৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি বাহিনীর নতুন দফার হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত। শুধুমাত্র শনিবারই গাজা জুড়ে বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৫৪ জন। আহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষের মাঝে ইসরায়েল একটি নতুন অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও, তা প্রত্যাখ্যান করেছে হামাস। এর পরিবর্তে তারা বন্দি বিনিময়ের শর্তে একটি স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। এর জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, “হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া হবে” । একইসঙ্গে তিনি গাজায় অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। SHARES অপরাধ বিষয়: গাজায় ৪১২ ইসরায়েলি সেনা নি’হত হয়েছে