সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক নিহত

কুমিল্লা মহানগরী বর্তমানে চোরের নগরী। এই নগর যেন চোরদের এক স্বর্গরাজ্য!

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪

কুমিল্লা মহানগরী বর্তমানে চোরের নগরী। এই নগর যেন চোরদের এক স্বর্গরাজ্য!

মহানগর প্রতিনিধি।।

গত প্রায় এক বছরে কুমিল্লা মহানগরীতে চোরদের উত্তাপটা ক্রমশ বেড়েই চলছে। নগরীর বিভিন্ন মহল্লা থেকে গত কয়েকদিনে একাধিক চুরি হওয়ার ঘটনা ঘটে। বিশেষ করে গত ৫ আগষ্ট এর পরবর্তী সময়ে প্রতিদিনই নগরীর বিভিন্ন মহল্লায় মানুষের বাসা বাড়ী, অফিস, মসজিদ-মন্দির, খানকা, গ্যারেজ সহ বিভিন্ন স্থানে মালামাল চুরি হওয়ার ঘটনা ঘটেছে। আলোড়নের অনুসন্ধানে জানা যায়, চোরাই মালামাল বিক্রয়ের রাজধানী খ্যাত ‘চকবাজার’ সহ আশপাশের এলাকার বিভিন্ন ভাঙারি ব্যবসায়ীদের নিকট এই চোরাই যাওয়া মালামাল বিক্রয় করা হয়ে থাকে। অনুসন্ধানে আরও জানা যায়, এসকল ভাঙারি ব্যবসায়ীরাই চোরদের আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে।
বিগত কয়েকদিন পূর্বে মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক আতাউর রহমান ছুটি এর মালিকীয় গর্জনখোলাস্থ গ্যারেজ হইতে কয়েকটি ব্যাটারী সহ গাড়ীর বিভিন্ন মালামাল চুরি হওয়ার ঘটনা ঘটে। এই নিয়ে কোতয়ালী মডেল থানায় মামলা রুজু হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা চোর বা চোরেরা গর্জনখোলাস্থ মঈনীয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফের সাইনবোর্ড, লাইট সহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। গত কয়েকদিন পূর্বে গর্জনখোলা পূর্বপাড়াস্থ জাহাঙ্গীর আলম হাজারী’র বাড়ীতেও দুর্ধর্ষ চুরি হওয়ার ঘটনা ঘটে এই সময়ে চোর দলের সক্রিয় সদস্যরা জাহাঙ্গীর আলম হাজারী’র ঘরে থাকা আলমিরা ভেঙ্গে স্বর্ণালংকার সহ নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। নগরীর লাকসাম রোডস্থ সালাউদ্দিন মোড় এলাকার একটি ফ্ল্যাট বাসার দরজার তালা ভেঙ্গে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে অজ্ঞাতনামা চোর বা চোরেরা। এই নিয়ে কোতয়ালী মডেল থানায় মামলা রুজু হয়, যাহা বর্তমানে তদন্তাধীন। এছাড়া সম্প্রতিকালে গর্জনখোলা মদিনাতুন জামে মসজিদ এর মুয়াজ্জিন এর মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোর। এমনকি গর্জনখোলা এলাকার দুই ভাই আব্দুল আজিজ ও আশিকুর রহমান এর দোকানেও চুরি হওয়ার ঘটনা ঘটে। কুমিল্লা নগরীর চকবাজার এলাকার চক মার্কেটে ‘ঢাকা ষ্টোর’ নামীয় দোকানের ম্যানেজারের কক্ষের তালা ভেঙ্গে নগদ কয়েক লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। এছাড়াও গর্জনখোলা পঞ্চায়েত কমিটির প্রাক্তন সভাপতি মোশারফ হোসেন মোল্লা’র ভাড়াটিয়া দোকানের তালা ভেঙ্গে দোকান চুরি’র ঘটনা সহ নগরীর বিভিন্ন এলাকা হইতে একাধিক চুরি হওয়ার ঘটনা ঘটেছে বলে অনুসন্ধানে প্রকাশ পায়। এই নিয়ে কুমিল্লা মহানগর বাসী চরম উৎকন্ঠায় জীবনযাপন করছে। নগরবাসী’র দাবি চুরি’র ঘটনার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হউক। এমনকি চোর দলের সক্রিয় সকল সদস্যদের শনাক্ত সহ গ্রেফতার পূর্বক এবং চোরাই মালামাল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কুমিল্লার প্রশাসনের নিকট দাবী জানায় কুমিল্লা’র মহানগরবাসী। বর্তমানে চোরের দল পুলিশের নিষ্ক্রিয়তায় চোর-পুলিশ খেলছে। অপরদিকে চোরের দল মহা উৎসবে মেতে মানুষকে সর্বশান্ত করছে।