কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে স্বপ্ন সুপার শপের উদ্বোধন কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪ শাহাদাত কামাল শাকিল।। স্বপ্ন সুপার সপ এখন কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকালে কুমিল্লা মহানগরীর পদুয়ার বাজার বিশ্বরোডস্থ সালামত উল্লাহ মজুমদার মার্কেটের নীচ তলায় রসনার স্বাদ ও শোভা ফার্মেসী বিল্ডিংয়ে মিলাদ ও দোয়ার মাধ্যমে স্বপ্ন সুপার শপের ৫১৯ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে ও দোয়া মুনাজাতের মাধ্যমে স্বপ্ন সুপার শপের শুভ উদ্বোধন করেন, মোকারা দরবার শরীফের পীর মাওলানা শাহ মুহাম্মাদ নেছার উদ্দিন ওয়ালিউল্লাহী। এসময় বিশেষ বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ওয়াহিদুর রহমান মজুমদার, আনোয়ার কামাল বাদল, সাবেক কাউন্সিলর শাহআলম আলম মজুমদার, ব্যবসায়ী আব্দুল মান্নান, শাহআলম, মহসিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বপ্ন সুপার শপের উন্নত ও আকর্ষনীয় সেবা গ্রহনে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন স্বপ্ন সুপার শপের স্বত্তাধিকারী আলহাজ্ব আব্দুল কাদের মজুমদার বুলু। SHARES সারা বাংলা বিষয়: কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে স্বপ্ন সুপার শপের উদ্বোধন