স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ ২ জন আটক করেন ১৬/০১/২৫খ্রিঃ তারিখ রাত ০১:২০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযানে ও গোপন সংবাদের ভিত্তিতে কুসিক ১৩নং ওয়ার্ডের অন্তর্গত ডুলিপাড়া এলাকা থেকে বাখরাবাদ-টু-টমছম ব্রীজ গামী রোডের উত্তর পাশের হতে রাজ্জাক'র মিয়া ভাঙ্গা বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ন-১২-৮৭৩২ রেজিঃ নাম্বারের একটি কাভার্ডভ্যান গাড়ী সহ আসামী কৃষ্ণা সরকার (৩২), পিতা-মৃত কমল সরকার, মাতা-মায়া রানী, গ্রাম-নোয়াদ্দা (সরকার বাড়ী), পোঃ গোলবাহার, থানা-কঁচুয়া, জেলা-চাঁদপুর, মোঃ মামুন মিয়া (২৮), পিতা-মোঃ শফিক মিয়া, মাতা- মায়া বেগম, গ্রাম-অরন্যপুর (নতুন গুচ্ছ বাড়ী), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাদ্বয়কে আটক করেন কাভার্ডভ্যান গাড়ীতে বিশেষ কায়দায় তৈরী করার বক্সের ভিতর হইতে ৬০(ষাট) কেজি গাঁজাসহ একজন মাদকক ব্যবসায়িকে অবৈধ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের কর্মরত অফিসার ইনচার্জ সাজাদুল করিম সাজ্জাদ কে মুঠোফোনে কথা বলে তিনি জানান এই সকল অভিযান সব সময় অব্যাহত থাকবে। মামলা প্রক্রিয়াধীন ।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com