স্টাফ রিপোর্টার।।
গত ২২ নভেম্বর ২০২৪ একুশে পদক প্রাপ্ত মহিয়সী নারী কুমিল্লা ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের প্রতিষ্ঠাতা মরহুমা ডা: জুবায়দা হান্নানের ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর মৃত্যুর পর (১৩ বছর পর) এবারই প্রথম আনুষ্ঠানিক ভাবে কুমিল্লা ডায়াবেটিক সমিতি কতৃক আলোচনা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতি জনাব মোস্তাক মিয়ার সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। তিনি বলেন মরহুমা ডা: জুবায়দা হান্নান পথিকৃত কুমিল্লার একজন উজ্জল নক্ষত্র। এই মহিয়সী নারী কুমিল্লায় বহু সেবা মূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন যে, গত ১৬ বছরে ও এই ডায়াবেটিক হাসপাতালে একটি ইট ও গাথা হয়নি। উল্টো সিটি কর্পোরেশনের কর ও আয়কর সহ নানা বকেয়া বিল বাবদ প্রায় দুইকোটি টাকা বকেয়া বিল রেখে যান। তিনি ডাক্তার কর্মকর্তা ও কর্মচারীদের উদেশ্যে বলেন, আপনারা যদি আপনাদের স্ব স্ব দায়িত্ব সঠিক ভাবে পালন করেন তবেই প্রকৃত পক্ষে মরহুমা ডা: জুবায়দা হান্নাকে স্বরণ করা হবে এবং এই হাসপাতালটি হবে দেশের একটি অন্যতম স্বনামধন্য হাসপাতাল এবং মরহুমা ডাঃ জুবায়দা হান্নানের সপ্ন সফল হবে। আলোচনা সভায় মরহুমা ডা: জুবায়দা হান্নানের কৃতকর্মের উপর স্মৃতিচারন করেন কুমিল্লা ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব নুরে আলম ভূঁইয়া। আরো স্মৃতিচারণ করে আলোচনা করেন যারা মরহুমা ডা: জুবায়দা হান্নানের সাথে উক্ত হাসপাতাল প্রতিষ্ঠাকালীন সময়ে সহযোগী ছিলেন তাদের মধ্যে সিনিয়র কনসালটেন্ট ডাঃ দিলরোবা আক্তার, অধ্যাপক ডাঃ এনামুল হক, সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডাঃ অজিত কুমার পাল, ডাঃ ফজলুর রহমান, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ লুবনা ইয়াসমিন, ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে জনাব সালমা আক্তার (হিসাব রক্ষক)। মরহুমা ডা: জুবায়দা হান্নানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কোরআন খতম, তবারক বিতরন ও অনান্য কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ মোঃ তৌফিকুন নবী খান লিটন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com