কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪

কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

সাইফুল ইসলাম ফয়সাল।।

গত রোববার ২৪ নভেম্বর/২০২৪খ্রি: সকাল ০৮:৩০ ঘটিকার সময় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কুমিল্লা জেলায় বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আসফিকুজ্জামান আকতার, সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন।মাষ্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) জনাব মোঃ শাহিন। এ সময় পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব খন্দকার আসফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মারুফা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জনাব মোঃ কামরান হোসেন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।