কুমিল্লা কান্দিরপাড়ে kings cut Salon and mens parlour উদ্বোধন করা হয়েছে

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪

শাহাদাত কামাল শাকিল।। 

kings cut Salon and mens parlour এখন কুমিল্লা কান্দির পারে।

৪ নভেম্বর সোমবার বিকালে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় পূবালী চত্বরের বিপরীত পাশে কুমিল্লা হার্ড মার্কেটের লিফটের ৮ তালায়, মিলাদ ও দোয়ার মাধ্যমে kings cut Salon and mens parlour কুমিল্লা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে ও দোয়া মুনাজাতের kings cut Salon and mens parlourশুভ উদ্বোধন করেন,

এসময় প্রধান অতিথি হিসেবে দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা।

বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন মো:রাসেল চৌধুরী (ব্যবসায়িক)মো:আরিফ চৌধুরী (ব্যবসায়িক) সাংবাদিক শাহাদাত কামাল শাকিল,সহযোগি, সাকন, রবিন, রাজু, নিশাদ , রিফাত, রিহাম, সাব্বির, আকরাম,রনি,সাগর সোহেব,
, মহসিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

kings cut Salon and mens parlour উন্নত ও আকর্ষনীয় সেবা
গ্রহনে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন kings cut Salon and mens parlour স্বত্তাধিকারী মোঃ শরিফ হোসেন চৌধুরী।