প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ১১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ণ
কুমিল্লার চান্দিনায় হাইওয়ে পুলিশের ডাম্পিং হাউজে লুটপাট : তদন্তে অগ্রগতি নেই
কুমিল্লার চান্দিনায় হাইওয়ে পুলিশের ডাম্পিং হাউজে লুটপাট : তদন্তে অগ্রগতি নেই
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় অবস্থিত হাইওয়ে পুলিশের ডাম্পিং হাউজে সংঘটিত লুটপাটের ঘটনায় এখনও উল্লেখযোগ্য কোনো আসামী গ্রেফতার হয়নি। গত ৫ ও ৬ আগস্ট, আইন-শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির সুযোগে অজ্ঞাতনামা ২০০-৩০০ জন দুস্কৃতিকারী ডাম্পিং হাউজে ঢুকে শতাধিক যানবাহন লুট করে এবং অগ্নিসংযোগ করে।ডাম্পিং হাউজটি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের বিভিন্ন হাইওয়ে থানার অধীন দুর্ঘটনা কবলিত যানবাহন স্তুপ করে রাখার জন্য ব্যবহৃত হয়। ৫ আগস্ট দুপুর ১টার দিকে সংঘটিত এই লুটপাটে ট্রাক, কাভার্ডভ্যান, পিক-আপ, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি অটোরিক্সা, ইজিবাইক, মিশুক, রিক্সাসহ বিভিন্ন যানবাহন লুট করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্ভুত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর আক্রমণের কারণে ৩ আগস্ট হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের নির্দেশে নিরাপত্তার স্বার্থে ডাম্পিং হাউজের নিরাপত্তা কর্মীরা স্থানান্তরিত হন। এই সুযোগে ৫ আগস্ট দুপুরে দুস্কৃতিকারীরা ডাম্পিং হাউজে ঢুকে লুটপাট চালায়।চান্দিনা থানায় ৯ আগস্ট মামলা রুজু হলেও তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খন্দকার মাইনুল হক জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি কোনো তথ্য দিতে পারবেন না। স্থানীয় সচেতন মানুষ এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন এবং দাবি করেছেন যে, স্থানীয় অপরাধীরাই এই লুটপাটের সাথে জড়িত।
ডাম্পিং হাউজের সিসি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য আলামত সংগ্রহ করা হলেও এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনো আসামী গ্রেফতার হয়নি। মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে চান্দিনা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা একইভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে বলেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , কুমিল্লার খবর