জাহিদ হাসান নাইম,নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আলেখারচর গ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ সময় বর-কনে উভয় পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করে প্রশাসন। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার রোমেন শর্মা। জানা যায়, আলেখারচর এলাকার আবদুল মালেকের মেয়ে সাথে ও বুড়িচং এর হারুনুর রশিদের ছেলের বাল্য বিয়ে আয়োজন অপরাধে মেয়ের বাবা, বর ও বরের বাবাকে জরিমানা করা হয়। মেয়ের ১৭ বছর ৫ মাস অর্থাৎ ৭ মাস কম হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী কনের বাবাকে ২০ হাজার, বরকে ২০ হাজার ও বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৭ বছর বয়সী ওই কিশোরী সঙ্গে কুমিল্লা জেলা বুড়িচং এলাকার এক তরুণের বিয়ে ঠিক হয়েছিল। বর-কনের উভয় পক্ষের সম্মতিতে সোমবার দুপুরে বিবাহ সম্পন্ন করার দিন ঠিক করা হয়। সে অনুযায়ী কিশোরীর বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বিয়েবাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দেন এবং জরিমানা করেন। পাশাপাশি কিশোরীর বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজন করা যাবে না মর্মে দুই অভিভাবককে সতর্ক করে দেন। আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার রোমেন শর্মা জানান, ওই কিশোরীর বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে। এ সময় সতর্ক করা হয়েছে তাদেরকে পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com