কুমিল্লায় ভুমি সেবা সহায়তা কেন্দ্র শুভ উদ্বোধন

কুমিল্লায় ভুমি সেবা সহায়তা কেন্দ্র শুভ উদ্বোধন

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৫

কুমিল্লায় ভুমি সেবা সহায়তা কেন্দ্র শুভ উদ্বোধন

মোঃ তরিকুল ইসলাম তরুন।।
দেশের নাগরিকদের ভূমিসেবা দিতে জেলা প্রশাসক বিভিন্ন উদ্যাগ গ্রহন করে ছেন। সারা দেশের ন্যায় ভুমি সেবা সহজীকরণের উদ্দেশ্যে কুমিল্লায়ও গত ৯ জুলাই, ২০২৫ তারিখে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়। কুমিল্লা আদর্শ সদর উপজেলার রাজগঞ্জে অবস্থিত একটি কেন্দ্রের মাধ্যমে এ জেলার ভূমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আমিরুল কায়ছার৷ প্রশাসন সূত্র থেকে জানা যায় কুমিল্লা জেলার ১৭ টি উপজেলায় প্রথম ধাপে ৩৪ টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপনের অনুমতিপত্র প্রদান করা হয়। প্রয়োজনীয়তার নিরিখে ভবিষ্যতে এই সংখ্যা পরিবর্তন হতে পারে৷
ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপনের লক্ষ্যঃ
১। ভূমি অফিসের বাইরে নাগরিকগণকে ভূমিসেবা গ্রহণে সহায়তা প্রদান; ২। ভূমিসেবাকে নাগরিকের হাতের কাছে নেওয়া; ৩। ডিজিটাল ভূমিসেবা গ্রহণ পদ্ধতি প্রচলন ও টেকসই করা;৪। নাগরিকদের ভূমিসেবা গ্রহণ সহজীকরণ;৫। ভূমিসেবা গ্রহণে সহায়তা/সহযোগিতা প্রদান ও তথ্য সুরক্ষায় বিধিগত কাঠামো তৈরি;৬। দক্ষ, দায়িত্ববান ও নাগরিকবান্ধব সেবা সহায়তাকারী তৈরি; ৭। সঠিকভাবে নাগরিকের প্রোফাইল তৈরি ও আবেদন ফরম পূরণ করে দাখিল নিশ্চিত করা; ৮। ভূমি অফিস সংশ্লিষ্ট অভিযোগ শূন্যে নামিয়ে আনা। ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি এর বিনিময়ে নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর জমাকরণ, খাসজমি বন্দোবস্তের আবেদন, অর্পিত সম্পত্তির লীজ নবায়নের আবেদনসহ ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করা যাবে৷ এসকল বিষয় নিয়ে জেলা প্রশাসক নাগরিক দের সুবিধার জন্য প্রদক্ষেপ নেন।এসময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।