কুমিল্লায় ব্যাটলিয়ন(১০ বিজিবির)  অভিযানে ৪১ লাখ টাকার মালামাল জব্দ 

কুমিল্লায় ব্যাটলিয়ন(১০ বিজিবির)  অভিযানে ৪১ লাখ টাকার মালামাল জব্দ 

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪

কুমিল্লায় ব্যাটলিয়ন(১০ বিজিবির)  অভিযানে ৪১ লাখ টাকার মালামাল জব্দ 

মাহফুজ আনোয়ার সৌরভ,(নিজস্ব প্রতিবেদক)।।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর মাদক ও চোরাচালান বিরোধী আভিযানে ভারত হতে বাংলাদেশে পাচারের প্রাক্কালে ভারতীয় শাড়ী, থ্রি পিস, বাজি, কসমেটিক্স ও অন্যান্য সামগ্রী এবং মাদকদ্রব্যসহ  ৪১,০৭,০০০/- (একচল্লিশ লক্ষ সাত হাজার) টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়।শুক্রবার (১ নভেম্বর) রাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কটকবাজার পোষ্ট এবং বিবির বাজার বিওপি এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। বিজিবি সুএ জানায়,উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ভারত হতে বাংলাদেশে পাচারের প্রাক্কালে সীমান্ত পিলার ২০৮৩/০৯ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুইচ গেইট নামক স্থান এবং সীমান্ত পিলার ২০৮০/এমপি হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁনপুর নামক স্থান হতে মদ-৬০ বোতল, ফেন্সিডিল-১৩৯ বোতল, বিয়ার-১১৪ বোতল, শাড়ী-১৯৮ পিস, থ্রি পিস-৭৮টি, কিং কোবরা বাজি-৮২,৬০০ পিস, বিস্কুট-৫০ প্যাকেট, স্কিন ক্রিম-৬৫৪টি, শ্যাম্পু-১,৭০০ পাতা এবং মেহেদী-১,৭৮০টি আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪১,০৭,০০০/- (একচল্লিশ লক্ষ সাত হাজার) টাকা।বিজিবি কর্মকর্তারা আরো জানান, সীমান্তে মাদক এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।